Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তিন মাস পানি থাকে এমন যায়গায় কাঠ গাছ লাগানো
বিস্তারিত :তিন মাস পানি থাকে এমন যায়গায় কি গাছ লাগানো যেতে পারে?

উত্তর/মতামত

বেশীর ভাগ ফলের গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। আবার কোন কোন ফল গাছ যেমন- কাঁঠাল, পেঁপে প্রভৃতি জলাবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না। বন্যা বা বৃষ্টির পানি দাড়ায় না এমন জমি ফল বাগান স্থাপনের জন্য নির্বাচন করতে হবে। তবে সল্পকালীন জলাবদ্ধতা সহ্য করতে পারে এমন ফল মাঝারি উঁচু জমিতে রোপণ করা যেতে পারে। তিন মাস পানি থাকলে এমন জায়গায় ফল গাছ লাগালে গাছ বাঁচবে না । ফল ব্যতিত অন্য কোন গাছ তিন মাস ভরা পানিতে বাচে কিনা গুগল সার্চ করে দেখতে পারেন। বন বিভাগে যোগাযোগ করতে পারেন।