Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল না ধরা
বিস্তারিত : আসসালামু আলাইকুম আমার এক বিঘা লেওয়া/ মেওয়া/কাস্টাড আপেল গাছ আছে । 160 টি গাছ। গাছের বয়স 5 বছর। এই বছর থেকে পুরোদমে টেককেয়ার করছি। সমস্যা হলো গাছে প্রচুর ফুল এসেছিল কিন্তু খুবই সামান্য ফল দাড়িয়েছে।লেওয়া ফুল উভয় লিঙগ ফুল। এই ফুলের ডিম্বানু আগে পরিপক্ক হয় এবং প্রায় একদিন পরে পরাগরেনু পরিপক্ক হয়। যেকারণে পরাগায়ন হওয়ার আগে ডিম্বানু নিস্কিয় হয়ে যায়। এখন দ্রুত পরাগরেনু পরিপক্ক হওয়া বা সঠিক পরাগায়ন ও নিষেকের জন্য কোন সার বা ওষুধ ব্যবহার করব তার পরামর্শ চাই।

উত্তর/মতামত

শরফিা/ কার্স্টাড আপেল গাছের যথাযথ বৃদ্ধি ও কাংক্ষিত ফলনের জন্য সার প্রয়োগ করা আবশ্যক। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে। বিভিন্ন বয়সের গাছের জন্য প্রয়োজনীয় সারের পরিমাণ নীচের ছকে দেয়া হলঃ সারের নাম গাছের বয়স (বছর) ১-৩ ৩-৫ ৫-১০ ১০ এর উর্দ্ধে গোবর (কেজি) ৫-১০ ১০-১৫ ১৫-২০ ২০-২৫ ইউরিয়া (গ্রাম) ১০০-১৫০ ১৫০-২৫০ ২৫০-৪৫০ ৪৫০-৫০০ টি এস পি (গ্রাম) ১০০-১৫০ ১৫০-২৫০ ২৫০-৩০০ ৩০০-৪০০ এমওপি (গ্রাম) ১০০-১৫০ ১৫০-২৫০ ২৫০-৩০০ ৩০০-৪০০ জিপসাম (গ্রাম) ১০০ ১৫০ ২০০ ২৫০ উল্লিখিত সার সমান তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার প্রারম্ভে (বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে), দ্বিতীয় কিস্তি ভাদ্র-আশ্বিন মাসে (ফল আহরণের পর) এবং শেষ কিস্তি শীতের শেষে (মাঘ-ফান্ডুন মাসে) প্রয়োগ করতে হবে। সারগুলো একত্রে মিশিয়ে গাছের চারদিকে (গোড়া থেকে ০.৫-১.০ মিটার জায়গা ছেড়ে দিয়ে শাখা-প্রশাখা বিস্তৃত এলাকা পর্যন্ত) ছিটিয়ে দিতে হবে। এরপর সার ছিটানো জায়গার মাটি কুপিয়ে সারগুলো মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। বাড়ির আঙ্গিনা, পুকুর পাড়, রাস্তার ধার ও পাহাড়ী এলাকায় ডিবলিং পদ্ধতিতে সার প্রয়োগ করা উত্তম। মাটিতে প্রয়োজনীয় পরিমাণ রস না থাকলে সার প্রয়োগের পর অবশ্যই সেচ দিতে হবে। এছাড়াও যোগাযোগ করতে পারেন : ড.মো: জল্লিুর রহমান এস এস ও, ফল বিভাগ, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৫০৮২৫৫৫