Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :পটলের গীটকৃমি

বিস্তারিত বিবরণ : 
সনাক্তকারী বৈশিষ্ট্য :

•ফসলের শিকড়ে গিট এর উপস্থিতিই এ রোগের লক্ষণ। ফলে শিকড় স্বাভাবিকভাবে মাটি থেকে পানি ও পুষ্টি সংগ্রহ ও পরিবহন করতে পারে না। বিশেষ করে খরার সময় ঢলে পড়ে, অতি বর্ষায় শিকড়ে পচন হয়, আক্রান্ত গাছের বৃদ্ধি ব্যাহত হয়। গাছ খর্বাকৃতি ও দুর্বল হয়, ফুল ও ফল ধারণ ব্যাহত হয়। ফল বৃদ্ধিপ্রাপ্ত হয় না, গাছ শুকিয়ে মারা যায়।

দমন ব্যবস্থাপনা
নতুন পটলের লতা লাগানোর আগে বিঘা প্রতি দেড় টন হারে মুরগির কাচা বিষ্ঠা প্রতি বিঘাতে বা প্রতি মাদায় গর্ত করে প্রতি গর্তে ৫-১০ কেজি হারে প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে ৩ সপ্তাহ পর্যন্ত পচনের জন্য ফেলে রাখতে হবে। লাগানোর পূর্বে প্রতি গর্তে ১৫-২০ গ্রাম হারে ফুরাডান ৫ জি প্রয়োগ করে লতা লাগাতে হবে। রোগমুক্ত গাছ থেকে লতা সংগ্রহ করতে হবে। রোগাক্রান্ত লতা-পাতা, শিকড় ও ফল সংগ্রহ করে মাটিতে পুতে ফেলতে হবে। শস্য পর্যায় (সরিষা, বাদাম, ভুট্টা, ধান, মরিচ ইত্যাদি) অবলম্বন করতে হবে।

কৃমি আক্রান্ত পটল গাছ ও শিকড় (ছবি-১)

কৃমি আক্রান্ত পটল গাছ ও শিকড় (ছবি-২)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back