Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :টমোটো, কপির ড্যাম্পিং অফ

বিস্তারিত বিবরণ : 
সনাক্তকারী বৈশিষ্ট্য :
• আক্রান্ত অংকুরিত চারার রং ফ্যাকাসে সবুজ হয় ও কান্ডের নীচের দিকে মাটি বরাবর বাদামী রঙের পানি ভেজা দাগ পড়ে। আক্রান্ত জায়গায় চারার গোড়া পচে যায় ও চারা মারা যায়।

দমন ব্যবস্থাপনা
মুরগীর আধা পঁচা বিষ্টা (ছয় মাসের পুরাতন) হেক্টর প্রতি ৩-৫ টন অথবা সরিষার খৈল হেক্টর প্রতি ৬০০ কেজি হারে বীজ বপনের তিন সপ্তাহ আগে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাঠে এ রোগ দেখা দিলে সিকিউর নামক ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।

ড্যাম্পিং অফ রোগাক্রান্ত বীজ তলা (ছবি-১)

ড্যাম্পিং অফ রোগাক্রান্ত বীজ তলা (ছবি-২)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back