Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন

বিস্তারিত বিবরণ : 
ফসলের নাম : বেগুন
পোকার নামঃ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা
পোকার বৈশিষ্ট ও ক্ষতির ধরনঃ
ডগা ও ফল ছিদ্রকারী পোকা বাংলাদেশে বেগুনের সবচেয়ে বেশী ক্ষতিকারক পোকা। এ পোকার কীড়া বেগুনের ভিতরের অংশ খেয়ে থাকে এবং আক্রান্ত ফল মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়ায় তা বাজারজাতকরণ সম্ভব হয় না। এ পোকার আক্রমণের ফলে ফসলের ফলন মারাত্নকভাবে কমে যেতে পারে এবং সম্পূর্ণ ফসল নষ্ট হয়েও যেতে পারে। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা পাতার নীচে দিকে, কান্ডে, ফুলের কুড়ি বা বেগুনের বোটার কাছে একটি একটি করে ঘিয়ে সাদা রংয়ের ডিম পাড়ে। ডিম থেকে সদ্য বের হওয়া কীড়া ফল অথবা কচি ডগায় ছিদ্র করে প্রবেশ করে। আক্রান্ত কচি ডগা ঢলে পড়ে ও শুকিয়ে যায়। আক্রান্ত ফলের ভিতরটা ফাঁপা ও পোকার বিষ্ঠায় পরিপূর্ণ থাকে। কীড়া কচি ডগা অথবা ফলের ভিতরে সুড়ঙ্গ তৈরী করে খায়। যদি কার্যকর দমন পদ্ধতি সঠিক সময়ে প্রয়োগ না করা হয় তবে শতকরা প্রায় ৯০ ভাগ বেগুন এ পোকার আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে ।
দমন ব্যবস্থাপনা:
ঋতুভেদে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমনের মাত্রায় ভিন্নতা দেখা যায়। উষ্ণ এবং আদ্র আবহাওয়া এ পোকার বংশবৃদ্ধিতে সহায়ক ভহমিকা পালন করে বলে গ্রীষ্মকালে এ পোকার ব্যপক আক্রমন পরিলক্ষিত হয়। অন্যদিকে শীতকালে এ পোকার আক্রমনের হার কম থাকে। সেহেতু এ পোকা দমনের ব্যবস্থাপনাও ঋতুভেদে ভিন্নতর হওয়া বাঞ্চনীয়।
গ্রীষ্মকালীন ব্যবস্থাপনা:
১. সপ্তাহে অন্তত: একবার পোকা আক্রান্ত ডগা ও ফল বাছাই করে বিনষ্ট করতে হবে।
২. ফেরোমন ফাঁদের ব্যবহার: চারা লাগানোর ২/৩ সপ্তাহের মধ্যেই জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে।
৩. প্রতি ১৫ দিন পর পর উপকারী পোকা, ট্রাইকোগ্রামা কাইলোনিজ ও ব্রাকন হেবিটর পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে।
৪. আইপিএম পদ্ধতির এলাকাভিত্তিক প্রযোগ করতে হবে।

শীতকালীন ব্যবস্থাপনা:
১. সপ্তাহে অন্তত: একবার পোকা আক্রান্ত ডগা ও ফল বাছাই করে বিনষ্ট করতে হবে।
২. ফেরোমন ফাঁদের ব্যবহার: চারা লাগানোর ২/৩ সপ্তাহের মধ্যেই জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে।
৩. প্রতি সপ্তাহে একবার করে উপকারী পোকা, ট্রাইকোগ্রামা কাইলোনিজ ও ব্রাকন হেবিটর পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে।
৪. আইপিএম পদ্ধতির এলাকাভিত্তিক প্রযোগ করতে হবে।


বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা আক্রান্ত বেগুন (ছবি-১)

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা আক্রান্ত বেগুন (ছবি-২)

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা (ছবি-১)

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা (ছবি-২)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back