Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
নাইট্রোজেন উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদানগুলির মধ্যে অন্যতম। ধান ক্ষেতে ৬-৭ সেমি কাদা মাটির নিচে গুটি ইউরিয়া প্রয়োগ করে সার অপচয় নিয়ন্ত্রণ করে সারের কার্যকারিতা বৃদ্ধি করা যায়। গুটি ইউরিয়া প্রয়োগের সুবিধা থাকা সত্ত্বেও মাঠে গুটি ইউরিয়ার ব্যবহারে সেসব প্রতিবন্ধকতা রয়েছে এর মধ্যে অন্যতম হলো হাতে একটি একটি করে গুটি সার প্রয়োগ করা। ধানের চারা গাছের মাঝে উপুড় হয়ে হাত দিয়ে কাঁদার নির্দিষ্ট গভীরে সার প্রয়োগ যেমন সময় সাপেক্ষ তেমনি কষ্টকর। অন্যদিকে নিরস ও কষ্টকর এ কাজের জন্য প্রয়োজন দক্ষ শ্রমিক, যার অভাব দেশের সর্বএই। ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধাসমূহের কথা অনুধাবন করে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমূহ :
১। যন্ত্রটি দেশীয় কাঁচামাল দ্বারা স্থানীয় ওয়ার্কশপে তৈরি করা যায়।
২। এমএস বার দ্বারা তৈরিকৃত ফ্রেমে মিটারিং ডিভাইস বসানো থাকে।
৩। মিটারিং ডিভাইসের পাত্র ও ডিস্ক প্লাস্টিক দ্বারা তৈরি।
৪। যন্ত্রের দুই পার্শ্বের দুটি এমএস সিট দ্বারা তৈরি নৌকাকৃতির স্কিড থাকে যা কাদার উপর যন্ত্রকে ভাসিয়ে রাখে।
৫। স্কিডের নিচে দুুইটি ৬ সেমি দৈর্ঘ্যের ফারো ওপেনার আছে।
৬।প্রতিটি ফারোকে বন্ধ করার জন্য দুটি করে ফারো ক্লোজার আছে।
৭। ১.৫ মিটার দৈর্ঘ্যের একটি হ্যান্ডেল আছে যা চালকের দৈর্ঘ্যোর সাপেক্ষে বিভিন্ন কোণে স্থাপন করা যায়। হ্যান্ডেলে ধাক্কা দিয়ে যন্ত্রটি চালানো হয়।
৮। যন্ত্রটি ২-৫ সেমি দাঁড়ানো পানিতে ভাল চলে।
৯। মানুষের সাধারণ হাঁটার গতিতে (১.০-১.৫কি.মি/ঘন্টা) যন্ত্রটি চালানো যায়।
১০। যন্ত্রটি সম্মুখ গতিতে ৮০ সেমি প্রস্থ জমিতে সার প্রয়োগ করে।
১১। যন্ত্রটির ওজন ৯ কেজি।
১২। যন্ত্রটি প্রতি ঘন্টায় ০.১০ হেক্টর জমিতে সার প্রয়োগ করতে পারে।
১৩। যন্ত্রটির চালনা খরচ প্রতি হেক্টরে ৭০০ টাকা।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back