Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কচু ফসলের সাধারণ কাটুই পোকা (প্রোডেনিয়া ক্যাটাপিলার) এর সমন্বিত দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

পোকার নামঃ সাধারণ কাটুই পোকা (প্রোডেনিয়া ক্যাটাপিলার)
পোকার বৈশিষ্ট ও ক্ষতির ধরনঃ সাধারণ কাটুই পোকা (প্রোডেনিয়া ক্যাটাপিলার) কচু ফসলের একটি মারাত্মক ক্ষতিকারক পোকা। বিগত কয়েক বছর থেকে দেশের বিভিন্ন স্থানে কচু ফসলে এ পোকার ব্যাপক আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এই পোকার কীড়া সাধারনত গাছের পাতা অথবা সবুজ অংশ খায়। পূর্ণবয়স্ক কীড়া খুব দ্রুত সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। গাছের সমস্ত পাতায় বড় বড় ছিদ্র হয় এবং পাতা নস্ট হয়ে যায়। অনেক সময় গাছ মরে যায়।
দমন ব্যবস্থাপনা
কীটতত্ত্ব বিভাগ, বারি কর্তৃক সাম্প্রতিক কালে উদ্ভাবিত নিম্নোক্ত আইপিএম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উপরোক্ত পোকা সমূহ সহজে পরিবেশসম্মতভাবে দমন করা সম্ভব।
ক) ফেরোমন ফাঁদের ব্যবহার: কচুর জমিতে চারা রোপনের দুই সপ্তাহ পরে ২০ মিটার দূরে দূরে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে।
খ) উপকারী পোকা অবমুক্তকরণ: প্রতি সপ্তাহে একবার করে কীড়া নষ্টকারী পরজীবী পোকা, ব্রাকন হেবিটর (হেক্টরপ্রতি এক বাংকার বা ৮০০-১২০০টি পূর্ণাঙ্গ পোকা) সরিষার জমিতে মুক্তায়িত করতে হবে।
গ) আক্রমণের মাত্রা বেশি হলে জৈব বালাইনাশক এসএনপিভি প্রতি লিটার পানিতে ০.২গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

সাধারণ কাটুই পোকা আক্রান্ত কচুর পাতা

কচুর জমিতে স্থাপিত সেক্স ফেরোমন ফাঁদ


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back