Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি শস্য কর্তন যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
বর্তমানে বাংলাদেশের কৃষকদের ধান ও গম চাষে যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে ধান/গম কাটা একটি অন্যতম প্রধান সমস্যা। ধান বা গম কাটার মৌসুমে কৃষককে বেশ কয়েকটি কাজ একসাথে করতে হয়। যেমন- ফসল কাটা, মাড়াই করা, ঝাড়াই করা, শুকানো এবং পরবর্তীকালে ফসলের জন্য জমে তৈরি, বীজতলা তৈরি ইত্যাদি। কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাওয়ায় এসময় শ্রমিকের তীব্র সংকট দেখা দেয়। এ সমস্যা দূরীকরণে স্বচালিত শস্য কর্তন যন্ত্র উদ্ভাবন করা হযেছে।
বৈশিষ্ট্যসমূহ :
১। যন্ত্রটি দিয়ে ধান ও গম কাটা যায়।
২। কিছুটা হেলে পড়া ধান বা গমও কাটা যায়।
৩। জমিতে কিছুটা পানি থাকলেও যন্ত্রটি দিয়ে ফসল কাটা যায় (এঁটেল মাটি ছাড়া)।
৪। কাটা ধান বা গম ডান পাশে সারিবদ্ধভাবে পড়ে যাতে সহজে আঁটি বাঁধা যায়।
৫। প্রতি ঘন্টায় জ্বালানি খরচ মাত্র ০.৬ লিটার (ডিজেল)।
৬। প্রতি হেক্টর ধান ও গম কাটতে প্রায় ১২০০ টাকা খরচ হয়।
৭। একজন লোক সহজেই যন্ত্রটি চালাতে পারে এবং এটি সহজে স্থানান্তর করা যায়।
৮। যন্ত্রটি প্রতি ঘন্টায় ০.১৪-০.২০ হেক্টর (৩৫-৫০ শতাংশ) ধান এবং ০.১৮-০.২৪ হেক্টর (৪৫-৬০ শতাংশ) গম কাটতে পারে।
৯। যন্ত্রটির বাজার মূল্য ১,৭০,০০০ টাকা


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back