Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সূর্যমুখী উৎপাদনে ঘাটতি সেচ প্রয়োগ প্রযুক্তি

বিস্তারিত বিবরণ : 
প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ
১ ঘাটতি সেচ এমন একটি প্রযুক্তি যা কার্যকর বাস্পীয় প্রস্বেদন বা মাটির পানির ধারণ ক্ষমতার চেয়ে শতকরা প্রায় ২০ থেকে ৩০ ভাগ পানি কম প্রয়োগ করতে হয়।
২ সূর্যমুখী উৎপাদনে সংবেদনশীল বৃদ্ধি পর্যায়েও মাটির পানির ধারণ ক্ষমতার চেয়েও শতকরা প্রায় ২০ ভাগ কম (ধারণ ক্ষমতার শতকরা ৮০ ভাগ) পানি প্রয়োগ করা হয়।
৩ নিয়ন্ত্রিত প্লাবন বা ফারো (নালা) বা প্লাষ্টিক হুজ পাইপ বা ড্রিপ বা স্প্রিংকলার পদ্ধতিতে ঘাটতি সেচ দিলে অতিরিক্ত পানির অপচয় রোধ করা যায় এবং ফলন বৃদ্ধিতে সহায়ক হয়।
৪ সেচ সাধারণত সকালে অথবা বিকালে প্রয়োগ করতে হবে। প্রচন্ড তাপমাত্রায় রৌদ্রের সময় যাতে ফসলের জমিতে সেচ না দেওয়া হয় সেদিকে সতর্ক অবলম্বন করতে হবে।

সূর্যমুখী-ছবি-১

সূর্যমুখী-ছবি-২


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back