Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :লবণাক্ত অঞ্চলে রবি ফসলে স্বাদু ও লবণাক্ত পানির সংযোজক ব্যবহার

বিস্তারিত বিবরণ : 
প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ
১। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্বাদু পানির উৎস খুবই সীমিত (সাধারণত পুকুরের পানি বা কিছু কিছুু এলাকায় ভূ-গর্ভস্থ পানি অপেক্ষাকৃত কম লনণাক্ত), অথচ এসব এলাকায় পর্যাপ্ত পানির আধার রয়েছে যার বেশিরভাগই মাঝারি থেকে অধিক মাত্রায় লবণাক্ত (যেমন- খাল, নদী বা আশেপাশের নিম্নভূমির পানি)।
২। প্রতিটা ফসলই তাদের অংকুরোদগমের সময় ও বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে লবণাক্ততা সহ্য করতে পারেনা। তাই এ সময়ে ২.৮-৪.৩ ডিএস/মি মাত্রা ভূ-গর্ভস্থ পানি সেচের জন্য উপযোগী।
৩। ৪.৬ - ৬.৪ ডিএস/মি মাত্রায় লবণাক্ত খালের/নালা পানি ফসলের মাঝামাঝি বা শেষ পর্যায়ে জমিতে সেচ প্রয়োগ করা যায়। এ ক্ষেত্রে ফসলের ফলনের খুব একটা তারতম্য হয় না।
৪। উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে এই প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন করে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
৫। উপকূলীয় এলাকায় গম, সরিষা, ভূট্টাসহ অধিকাংশ রবি ফসলের ক্ষেত্রে স্বাদু ও লবণাক্ত পানির সংযোজক ব্যবহারের মাধ্যমে সেচ প্রয়োগ অত্যন্ত উপযোগী।

রবি ফসল-ছবি-১

রবি ফসল-ছবি-২


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back