Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :অল্টারনেট ফারো সেচ পদ্ধতিতে টমেটো ফসল উৎপাদন

বিস্তারিত বিবরণ : 
প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ
১। অল্টারনেট ফারো সেচ হলোএমন একটি সেচ পদ্ধতি যার মাধ্যমে প্রতি সেচের সময় একটি ফারো অন্তর অপর ফারোতে পানি সরবরাহ করা হয়।
২।দুই ফারোর মধ্যবর্তী ফারো শুষ্ক থাকে যা পরবর্তী সেচের সময় শুষ্ক ফারোতে পানি সরবরাহ করা হয় এবং পূর্বের সেচকৃত ফারোগুলো পরবর্তী সেচের সময় শুষ্ক রাখা হয়।
৩।উঁচু বেডে সারিতে লাগানো ফসল যেমনঃ টমেটো, আলু ও ভূট্টা ইত্যাদি ফসল উৎপাদনে এই সেচ ব্যবস্থা উপযুক্ত।
৪। চারা লাগানোর পর প্রাথমিক পর্যায়ে (১০-১২ দিন) প্রতি ২-৩ দিন অন্তর সেচ দিতে হবে। পরবর্তীতে প্রতি ১২-১৫ দিন অন্তর অল্টারনেট ফারো পদ্ধতিতে সেচ প্রয়োগ করতে হবে।

অল্টারনেট ফারো সেচ ছবি-১

অল্টারনেট ফারো সেচ ছবি-২


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back