Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :টমেটোর থোকা, টমেটো ফলের পরিপক্কতা এ ফল সংগ্রহোত্তর পরিপক্কতার সঠিক সময় নির্ধারনের মাধ্যমে মানসম্পন্ন টমেটো বীজ উৎপাদন

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশে টমেটো একটি অত্যমত্ম জনপ্রিয় সবজি। উৎপাদন ও ভবন বিবেচনায় গোলআলুর পরেই এর স্থান। ভাল টমেটোর উৎপাদনের জন্য মানসম্পন্ন বীজ অপরিহার্য। বীজের মান বীজের পরিপক্কতার উপর অনেকটাই নির্ভর করে। বীজের পরিপক্কতা বীজের বৃদ্ধির শেষ ধাপ থেকে ফল সংগ্রহ অবধি চলতে থাকে। টমেটো থোকায় থোকায় গাছের গোড়া থেকে উপর দিক পর্যন্ত অবিরত ধরতে থাকে আবার একই থোকায় অনেকগুলো টমেটো ফল ধরে থাকে। তাই বীজের পরিপক্কতা বিভিন্ন থোকাতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বীজের জন্য গাছের নিচ থেকে টমেটো ফলের ২য়, ৩য় ও ৪র্থ থোকা নির্বাচন করে ফল সংগ্রহ করতে হবে। কেননা এসব থোকার ফল থেকে ভাল মানের বীজ পাওয়া যায়। কাঁচা অবস্থায় টমেটো ফল সবুজ হলেও এই রং পরিবর্তীত হয়ে ক্রমশঃ হলুদ বা লালচে সবুজ থেকে পরিপক্ক অবস্থায় গাঢ় লাল রং ধারন করে। কাজেই টমেটো ফলের রংয়ের কোন অবস্থায় সংগ্রহ করলে ভালো মানের বীজ পাওয়া যাবে তা বীজ উৎপাদনকারীর জানা দরকার। অর্ধ-পরিপক্ক (ফলের চার ভাগের তিন ভাগ রঙিন) ফল বীজের জন্য নির্বাচন করতে হবে। কেননা এ ফল থেকে প্রাপ্ত বীজের মান অধিকতর ভালো হয়ে থাকে। তাছাড়া পরিপক্কতার অবস্থা ও সংগ্রহ পরবর্তী সময়ের ভিন্নতার দরুণ বীজের মানের ভিন্নতা পরিলক্ষিত হয়। অর্ধ-পরিপক্ক ফল সংগ্রহ করে সাথে সাথে তা থেকে বীজ সংগ্রহ করা উচিত নয়। ফলকে ০২ (দুই) দিন স্বাভাবিক তাপমাত্রায় ঘরে রেখে দিয়ে বীজ সংগ্রহ করতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back