Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :রেইজ্ড বেড পদ্ধতিতে জমি চাষাবাদ, বীজ শোধন এবং বপন সঠিক সময় নির্ধারনের মাধ্যমে মানসম্পন্ন বীজ উৎপাদন

বিস্তারিত বিবরণ : 
ফসলের ভাল ফলন পাওয়ার পূর্বশর্ত হলো ঐ ফসলের ভাল মানের বীজ ব্যবহার করা। ভাল মানের বীজ উৎপাদনের জন্য জমি ভালভাবে চাষ করা প্রয়োজন যাতে গাছের বাড়-বাড়তি ভাল হয়। গাছের ভাল বৃদ্ধির জন্য জমিতে ভাল সেচ ব্যবস্থাপনা, আগাছা ব্যবস্থাপনা ও রোগবালাই ব্যবস্থাপনা ভাল হওয়া দরকার। সাথে সাথে বিবেচনায় নেওয়া দরকার যেন বীজ উৎপাদনে খরচ কম হয়। কৃষকেরা সাধারনত পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে থাকে। এই পদ্ধতিতে জমি চাষ করলে জমি মই দেয়া, বীজ বপনের জন্য সারি করা ও বীজ ঢেকে দেয়া, বীজ বপন ও সার দেয়া ইত্যাদির জন্য অধিক খরচের প্রয়োজন হয়। রেইজ্ড বেড পদ্ধতিতে বেড প্ল্যান্টার যন্ত্র দিয়ে চাষ করলে জমি চাষের সাথে সাথে বেড তৈরী, সারিতে বীজ বপন ও সার দেয়াসহ মাটি ঢেকে দেয়া সম্ভব হয়। জমির আর্দ্রতা শেষ হওয়ার পূর্বেই দ্রুত চাষ করা সম্ভব হয়। তাছাড়া দুই বেডের মাঝের নালায় কম সময়ে স্বল্প পরিমান পানি দিয়ে সেচ দেয়া সম্ভব হয়। এ পদ্ধতিতে পর্যাপ্ত আলো-বাতাস গাছের গোড়া পর্যন্ত পৌছায়। এতে গাছের বাড়-বাড়তি ভাল হয়। রোগ-বালাই বিশেষতঃ ইঁদুরের উপদ্রব কম হয়। আগাছা দমন সহজ হয়। পানি ও সারের সুষ্ঠ ব্যবহারের ফলে গমের (বারি গম-২৬ জাতের) গাছ প্রতি গমের কুশি বেশি হয় এবং প্রতি কুশিতে বীজের সংখ্যা বেশী হয়। বীজ পুষ্ট হয়, বীজের ওজন অধিক হয়ে থাকে। ফলশ্রুতিতে একক জমি প্রতি বীজের ফলন অধিক হয়। বীজের আকার বড় হওয়ার কারনে বীজের মান তথা বীজ গজানোর হার বেশি হয়ে থাকে। ফলে কৃষকের বীজ হার কম লাগে। মানসম্পন্ন বীজ ব্যবহার করে কৃষক অধিক ফলন পেয়ে থাকে। রেইজ্ড বেড পদ্ধতিতে চাষাবাদ করলে একদিকে গমের বীজের উৎপাদন খরচ কমে যায় অন্যদিকে ভাল মানসম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহার করে এদেশের কৃষকগণ লাভবান হতে পারেন।
ছত্রাক দ্বারা আক্রান্ত গম বীজ ভিটাভেক্স-২০০ দ্বারা শোধন করে বীজ বুনলে বীজ গজানোর হার তথা গাছের সংখ্যা বেশী হয় এবং গমের ফলন বাড়ে। তাই গম বীজ বোনার পূর্বেই একটি ড্রাম অথবা বিস্কুটের টিনে ৫ কিলোগ্রাম গম বীজের সাথে ১২.৫ গ্রাম ভিটাভেক্স (প্রতি কেজিতে ২.৫ গ্রাম) নিয়ে টিনটি পাঁচবার ওপর নীচ করে ঝাকালে বীজের সাথে ভিটাভেক্স -২০০ ভালোভাবে মিশে যায়। এমনভাবে মিশানো বীজ বুনলে ভালো ফলন পাওয়া যায়।
গমের বীজ (জাত-সুফী) ২০ নভেম্বর বপন করলে বীজের ফলন অধিক (৩.৩৩ টন/হে.) হয়ে থাকে। সুফী জাতের গম বিজয় ও প্রদীপ জাতের চেয়ে আগাম পরিপক্ক হয়ে থাকে। ডিসেম্বর মাসের ৫ ও ২০ তারিখে বপনের তুলনায় ২০ নভেম্বর বপন করলে গমের ফলন বৃদ্ধির হার অধিক হয়ে থাকে। ২০ নভেম্বরে বপনকৃত গাছ থেকে সংগৃহীত বীজ টিনের পাত্রে রাখলে গজানো হার বেশী (প্রায় ৯৭%) হয়ে থাকে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back