কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :মুগবীজ সংরক্ষণ পদ্ধতি ।
বিস্তারিত বিবরণ :
বীজের মান বজায় রাখার জন্য ভালভাবে বীজ সংরক্ষণ করা আবশ্যক। মুগবীজ সংরক্ষনের জন্য শুকিয়ে বীজের আর্দ্রতা ৯% এর নীচে নামিয়ে আনতে হবে। পরে ঐ বীজ মাটির মটকাতে বা টিনের পাত্রে শুকানো নিমপাতাসহ বা ছাই মিশিয়ে ঘরের মাচায় সংরক্ষণ করতে হবে। প্রতি ২০ কেজি বীজের জন্য ৬-৭ মুঠি শুকানো নিমপাতা বা ছাই তিন স্তরে (তলায়, মাঝে এবং উপরে) মিশাতে হবে। তবে উপরের স্তর বেশী পুরু হবে। এভাবে বীজ সংরক্ষণ করলে বীজের অংকুরোদগম ক্ষমতা সন্তোষজনক থাকে।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
বীজের মান বজায় রাখার জন্য ভালভাবে বীজ সংরক্ষণ করা আবশ্যক। মুগবীজ সংরক্ষনের জন্য শুকিয়ে বীজের আর্দ্রতা ৯% এর নীচে নামিয়ে আনতে হবে। পরে ঐ বীজ মাটির মটকাতে বা টিনের পাত্রে শুকানো নিমপাতাসহ বা ছাই মিশিয়ে ঘরের মাচায় সংরক্ষণ করতে হবে। প্রতি ২০ কেজি বীজের জন্য ৬-৭ মুঠি শুকানো নিমপাতা বা ছাই তিন স্তরে (তলায়, মাঝে এবং উপরে) মিশাতে হবে। তবে উপরের স্তর বেশী পুরু হবে। এভাবে বীজ সংরক্ষণ করলে বীজের অংকুরোদগম ক্ষমতা সন্তোষজনক থাকে।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।