Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বীজ বপনের ও সংগ্রহের সঠিক সময় নির্ধারনের মাধ্যমে ফেলনের মানসম্পন্ন বীজ উৎপাদন

বিস্তারিত বিবরণ : 
কথায় বলে ’ভাল বীজে, ভাল ফসল’। ভাল মানসম্পন্ন বীজ উৎপাদনের জন্য গাছের সুষ্ঠু বাড়-বাড়তির প্রয়োজন। গাছের সঠিক বাড়-বাড়তির জন্য সঠিক সময়ে বীজ বপন আবশ্যক। সঠিক সময়ে বীজ বপন করলে গাছ কাঙ্খিত আবহাওয়ায় বেড়ে ওঠে। ভাল বীজ উৎপাদনের জন্য নভেম্বর মাসের মাঝামাঝি হতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বপনকৃত ফসল থেকে বীজ সংগ্রহ করা দরকার। ফসল পরিপক্ক হলে প্রথমবারের (First flash) গুটি থেকে সংগ্রহকৃত বীজই উত্তম। অতি বৃষ্টিতে বীজের মান ক্ষতিগ্রস্থ হয়। তাই যদি প্রথম ফসল তোলার সময় বৃষ্টি হয় তবে দ্বিতীয় বারের তোলা ফসল হতে বীজ রাখতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back