Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কলার কৃমি রোগ সমূহের সমন্বিত দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

সনাক্তকারী বৈশিষ্ট্য: শিকড়ের গীট কৃমি প্রায় সব কলার জমিতেই দেখা যায়। এ কৃমির আক্রমণ ব্যাপক হলে শিকড়ের তথা গাছের ভীষণ ক্ষতি হয় ও ফলন কমে যায়। এর আক্রমণে শিকড়ে গীটের সৃষ্টি হয় এবং শিকড়ের স্বাভাবিক আকৃতির বিকৃতি ঘটে যা সহজেই শনাক্ত করা যায়।
দমন ব্যবস্থাপনা:
• রোগ প্রতিরোধী জাতের কলার চাষ করতে হবে।
• আক্রান্ত গাছের কলার তেউর রোপন করা যাবে না।
•মুরগীর বিষ্ঠা ৫ টন প্রতি হেক্টরে চারা রোপনের ২১ দিন পূর্বে প্রয়োগ করতে হবে।
• চারা রোপনের পূর্বে প্রতি হেক্টর জমিতে ২৫ কেজি ফুরাডান ৫ জি প্রয়োগ করতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back