Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কাঁঠালের গামোসিস রোগের দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

সনাক্তকারী বৈশিষ্ট্য : গামোসিস কাঁঠালের একটি মারাত্মক রোগ। এই রোগটি অম্লীয় মাটিতে মহামারি আকারে দেখা দেয়। এই রোগের আক্রমণে কাঁঠাল গাছের বাকলে ফাটল ধরে ঐ স্থান থেকে অনবরত লালচে রস পড়ে। বাকল নষ্ট হয়ে কাঠ বেরিয়ে আসে। বড় গাছের ক্ষতস্থানে গর্ত হয় এবং বর্ষাকালে পঁচন ধরে। আক্রান্ত গাছ ধীরে ধীরে মারা যায়।
দমন ব্যবস্থাপনা:
• এই রোগে আক্রান্ত গাছের আক্রান্ত অংশ ধারালো ছুরি দিয়ে চেছে ফেলতে হবে।
• চেছে ফেলার পর উম্মক্ত স্থান বোর্দপেষ্ট বা আলকাতরা দ্বারা ঢেকে দিতে হবে।
• এই রোগ দেখা দেয়ার সাথে সাথে প্রতি লিটার পানিতে ২ গ্রাম অটোস্টিন মিশিয়ে কাঁঠাল গাছের আক্রান্ত স্থানে স্প্রে করতে হবে।
• কাঁঠালের জমিতে নিয়মিত ও পরিমিত পরিমানে সেচ ও সার দিতে হবে।

গামোসিস রোগে আক্রান্ত গাছ


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back