Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :গাঁদা ফুলের বোট্রাইটিস ব্লাইট রোগ দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

সনাক্তকারী বৈশিষ্ট্য: বাংলাদেশে ফুলের চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে । বোট্রাইট্রিস ব্লাইট গাঁদা ফুলের একটি মারাত্মক রোগ। এই রোগটি বোট্রাইট্রিস নামক ছত্রাক দ্বারা হয় যা পাতা, কান্ড, ও ফুলে আক্রমণ করে থাকে। এই রোগের আক্রমণে পাতা, কান্ড ও ফুল কালচে বাদামী বর্ণ ধারণ করে। পরিশেষে ফুল পঁচে নষ্ট হয়ে যায়।
দমন ব্যবস্থাপনা:
• রোগমুক্ত ফুলের বীজ বপন করতে হবে।
• ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে।
• ফুলের জমিতে এই রোগ দেখা দেয়ার সাথে সাথে রোভরাল নামক ছত্রাক নাশক ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৭ দিন অন্তর অন্তর ৩/৪ বার স্প্রে করতে হবে।

বোট্রাইট্রিস রোগে আক্রান্ত গাদা ফুল


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back