কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :আমের সংগ্রহোত্তর এনথ্রাকনোজ ও বোটা পঁচা রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা
বিস্তারিত বিবরণ :
সনাক্তকারী বৈশিষ্ট্য : এনথ্রাকনোজ ও বোটা পঁচা আমের এক প্রকার ছত্রাক জনিত রোগ । আমের সর্বাধিক ক্ষতিকারক রোগ এটি । প্রায় সব জাতে এ রোগ দেখা যায় । মাঠে এবং সংগ্রহের পর উভয় পর্যায়ে এ রোগ ক্ষতি করে থাকে। এ রোগের কারণে সংগ্রহোত্তর আমের গায়ে অসম আকৃতির বাদামী/কাল দাগ পড়ে, অনুকুল আবহাওয়ায় আম পঁচতে শুরু করে । সংগ্রহোত্তর বোটা পঁচা রোগের কারণে আমের বোঁটার স্থানে প্রথমে পচন দেখা দেয়। পঁচন গোলাকার হয়ে দ্রুত বাড়তে থাকে। আমের খাদ্যাংশ তাড়াতাড়ি পচে যায়। ২-৩ দিনের মধ্যে গোটা আম পচে যায়।
দমন ব্যবস্থাপনা:
• গাছ থেকে আম সংগ্রহের পরপরই ৫২-৫৫ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম পানিতে ৫-৭ মিনিট ডুবিয়ে রাখতে হবে এবং এরপর ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে প্যাকেটজাত করতে হবে।
• আম সংগ্রহের ১৫ দিন পুর্বে অটোস্টিন নামক ছত্রাক নাশক ১ গ্রাম/লি. পানিতে মিশিয়ে স্প্রে করা এবং ১ ইঞ্চি বোটা সহ আম সংগ্রহ করা।
এনথ্রাকনোজ রোগে আক্রান্ত আম
বোটা পঁচা রোগাক্রান্ত আম
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
সনাক্তকারী বৈশিষ্ট্য : এনথ্রাকনোজ ও বোটা পঁচা আমের এক প্রকার ছত্রাক জনিত রোগ । আমের সর্বাধিক ক্ষতিকারক রোগ এটি । প্রায় সব জাতে এ রোগ দেখা যায় । মাঠে এবং সংগ্রহের পর উভয় পর্যায়ে এ রোগ ক্ষতি করে থাকে। এ রোগের কারণে সংগ্রহোত্তর আমের গায়ে অসম আকৃতির বাদামী/কাল দাগ পড়ে, অনুকুল আবহাওয়ায় আম পঁচতে শুরু করে । সংগ্রহোত্তর বোটা পঁচা রোগের কারণে আমের বোঁটার স্থানে প্রথমে পচন দেখা দেয়। পঁচন গোলাকার হয়ে দ্রুত বাড়তে থাকে। আমের খাদ্যাংশ তাড়াতাড়ি পচে যায়। ২-৩ দিনের মধ্যে গোটা আম পচে যায়।
দমন ব্যবস্থাপনা:
• গাছ থেকে আম সংগ্রহের পরপরই ৫২-৫৫ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম পানিতে ৫-৭ মিনিট ডুবিয়ে রাখতে হবে এবং এরপর ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে প্যাকেটজাত করতে হবে।
• আম সংগ্রহের ১৫ দিন পুর্বে অটোস্টিন নামক ছত্রাক নাশক ১ গ্রাম/লি. পানিতে মিশিয়ে স্প্রে করা এবং ১ ইঞ্চি বোটা সহ আম সংগ্রহ করা।
এনথ্রাকনোজ রোগে আক্রান্ত আম
বোটা পঁচা রোগাক্রান্ত আম
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।