Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি নারিকেল গাছে উঠা যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশে নারিকেল খুবই জনপ্রিয় ও সুপরিচিত ফল। বর্তমানে বাংলাদেশের মোট উৎপাদনের ৮০% নারিকেল দেশের দক্ষিণাঞ্চলে উৎপাদিত হয়। যদিও এর জনপ্রিয়তা বিস্তৃত তবুও এখন পর্যন্ত নারিকেল পাড়ার কাজটি যন্ত্রের ব্যবহার ছাড়া করা হয় যা খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে নারিকেল গাছে উঠলে অধিকাংশ সময়ই হাত পা ও বুক ছিলে যায়। এই কাজটি করার জন্য একজন দক্ষ শ্রমিকেরও প্রয়োজন হয়। নারিকেল গাছে উঠা যন্ত্রের মাধ্যমে একজন শ্রমিক খুব সহজে ও নিরাপদে নারিকেল গাছে উঠে নারিকেল পাড়া বা ডাল পরিষ্কার করতে পারে।
বৈশিষ্ট্যসমুহঃ
১। যন্ত্রটি ব্যবহার করে সহজে গাছে উঠা যায়
২। স্থানীয় কারখানায় সহজে যন্ত্রটি তৈরি করা যায়
৩। যন্ত্রটির ব্যবহার সহজ ও নিরাপদ
৪। যন্ত্রটি চালনার জন্য একজন লোকের প্রয়োজন হয়
৫। যন্ত্রটি সহজে বহনযোগ্য
৬। যন্ত্রটির ওজনঃ ৯ কেজি
৭। যন্ত্রটির বাজার মূল্যঃ ১০,০০০ টাকা


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back