Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :মিষ্টি ভুট্রার উৎপাদন কলাকৌশল চাষ

বিস্তারিত বিবরণ : 

ফসল : মিষ্টি ভুট্টা
জাত ও বীজের হার : বারি মিষ্টি ভুট্টা-১,
মিষ্টি ভুট্টা: ১২-১৫ কেজি/হেক্টর
মাটি : বাংলাদেশের আবহাওয়ায় রবি ও খরিপ উভয় মৌসুমেই মিষ্টি ভুট্টার চাষ করা যায়। পানি জমে থাকে না এরূপ বেলে দোআঁশ বা দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য সবচেয়ে ভাল।
বপন/রোপন সময় : রবি মৌসুমঃ মধ্য অক্টোবর – ৩০ নভেম্বর এবং খরিপ মৌসুমঃ ১৫ ফেব্রুয়ারী - ৩০ মার্চ
বপন দূরত্ব ও বপন পদ্ধতি : ৪৫ সেমি × ২০ সেমি। প্রতি গর্তে ২টি করে বীজ বপন করতে হবে।
সারের বর্ণনা (কেজি/হেক্টর) : ইউরিয়া- ৩৯০, টিএস পি-২৬৫, এমও পি-২১০, জিপসাম-২৫০, জিংক সালফেট-১৪, বরিক এসিড-৮ ও গোবর সার-৫-৭ টন/হেক্টর
সার প্রয়োগ পদ্ধতি : জমি তৈরির শেষ চাষের সময় ১/৩ ভাগ ইউরিয়া ও অন্যান্য সব সার ভালভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া সমান দু’ভাগে ভাগ করে এক ভাগ চারা গজানোর ৩০-৩৫ দিন পর এবং অবশিষ্ট ভাগ ৬০-৬৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।
সেচ ও আগাছা ব্যবস্থাপনা : গাছের ৬-৮ পাতা অবস্থায় প্রথমবার এবং ফুল আসার সময় অর্থাৎ সিল্ক বের হওয়ার শুরুতে দ্বিতীয়বার সেচ দিতে হবে। চারা গজানোর পর অন্তত ৩০-৩৫ দিন পর্যন্ত আগাছা দমন করে জমি আগাছামুক্ত রাখতে হবে।
ফসল সংগ্রহ : মিষ্টি ভুট্টা যেহেতু কাঁচা অবস্থায় খাওয়া হয়, তাই দানা অল্প নরম থাকা অবস্থায় মোচা সংগ্রহ করতে হয়। সাধারনত প্রথম সিল্ক বের হবার ২০ থেকে ২৫ দিনের মধ্যে অর্থাৎ সিল্কের রং যখন বাদামী হয় তখন মোচা সংগ্রহ করা যায়।
ফলন : ১২-১৫ টন/হেক্টর
মোট আয় (টাকা/হেক্টর) মোট উৎপাদন খরচ (টাকা/হেক্টর) নীট মুনাফা (টাকা/হেক্টর) আয় ও খরচের অনুপাত
২,০৩,৬১৫ ১,২০,৯৯৭ ৮২,৬১৪ ১.৬৮



প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back