Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বিটি বেগুনের উন্নত উৎপাদন প্রযুক্তি

বিস্তারিত বিবরণ : 

ফসল : বিটি বেগুন
জাত ও বীজের হার : বারি বিটি বেগুন-১, বারি বিটি বেগুন- ২ এবং বারি বিটি বেগুন-৪ বীজ হারঃ ২০০-২৫০ গ্রাম/ হেক্টর এবং চারার সংখ্যাঃ ১২৫০০-১৫৬২৫ টি/হেক্টর
মাটি : জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ দোঁ-আশঁ বা বেলে দো-আশঁ মাটি এবং উঁচু জমি বেগুন চাষের জন্য সব চেয়ে উপযোগী।
বপন/রোপন সময় : ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর। দেরীতে রোপন করলে ফসলের শেষ অবস্থায় অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে বিটি বেগুনের ফলন ভাল পাওয়া যায় না।
বপন দূরত্ব ও বপন পদ্ধতি : ৮০ সেঃমিঃ × ৮০ সেঃমিঃ (বারি বিটি বেগুন-১), ৯০ সেঃমিঃ × ৮০ সেঃমিঃ (বারি বিটি বেগুন-২) এবং ১০০ সেঃমিঃ × ৮০ সেঃমিঃ (বারি বিটি বেগুন-৪)। সারিতে ৩০ দিন বয়সের চারা রোপন করতে হবে।
সারের বর্ণনা (কেজি/হেক্টর) : ইউরিয়া ৩৯০, টিএসপি ২৭০, এমওপি ২৭০ , জিপসাম ১২৫, দস্তা সার ৮, বোরিক এসিড ৮ এবং মুরগীর বিষ্ঠা ৩ টন/হেক্টর।
সার প্রয়োগ পদ্ধতি : ইউরিয়া ও মিউরিয়েট অব পটাশ সার ছাড়া বাকী সব সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও পটাশ সার সমান ৩ ভাগে রোপনের ২০, ৪০ ও ৬০দিন পর বেগুন গাছের চতুর্দিকে রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।
সেচ ও আগাছা ব্যবস্থাপনা : জমিতে সেচ প্রয়োগের পরে মাটি মালচিং করতে হয় এবং সার প্রয়োগের পরে ইহা কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। এ জন্য আগাছা নিয়ন্ত্রণের তেমন প্রয়োজন হয় না। তবে আগাছার প্রকোপ বেশি হলে নিড়ানী দিয়ে জমি আগাছামুক্ত রাখতে হবে। প্রয়োজনীয় নিড়ানী ও মাটি মালচিং করলে গাছের শিকড়ের বৃদ্ধি ভাল হয়।
সেচ প্রয়োগ : আবহাওয়া ও মাটির অবস্থা ভেদে ৪-৬ টি সেচ প্রয়োগ করতে হয়।
ফসল সংগ্রহ : ভাল ব্যবস্থাপনায় চারা রোপনের ১২০ দিন থেকে ২০০ দিন পর্যন্ত ফসল সংগ্রহ করা যায়।
ফলন : ভাল ব্যবস্থাপনায় ফলন ৫০-৬০ টন/হেক্টর।
মোট আয় (টাকা/হেক্টর) মোট উৎপাদন খরচ (টাকা/হেক্টর) নীট মুনাফা (টাকা/হেক্টর) আয়-ব্যয় অনুপাত
৫৮৭০০০ ১৯০০০০ ৩৯৭০০০ ৩.০৯



প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back