Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :আন্তঃফসল হিসাবে বেগুনের সাথে ঝাড়শীমের চাষ

বিস্তারিত বিবরণ : 

ফসল : বেগুন ও ঝাড়শীম
জাত ও বীজের হার : বেগুনঃ বারি বেগুন-১০ অথবা বেগুনের যে কোন জাত ঝাড়শীমঃ বারি ঝাড়শীম-২ বেগুনঃ ২০০-২৫০ গ্রাম/ হেক্টর, ঝাড়শীমঃ ৮৫ (কেজি/হেক্টর)
মাটি : জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ দো আশঁ বা বেলে দোআশ মাটি বেগুন ও ঝাড়শীম চাষের জন্য সবচেয়ে উপযোগী।
বপন/রোপন সময় : নভেম্বর (মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ন)
বপন দূরত্ব ও বপন পদ্ধতি : বেগুনঃ ৭৫ সেঃ মিঃ × ৬০ সেঃ মিঃ, ঝাড়শীমঃ ৩০ সেঃ মিঃ × ১০ সেঃ মিঃ সারি পদ্ধতি, বেগুনের স্বাভাবিক সারি (৭৫ সেঃ মিঃ × ৬০ সেঃ মিঃ) + ২ সারি ঝাড়শীম
সারের বর্ণনা (কেজি/হেক্টর) : ইউরিয়া ৩৫০, টিএসপি ২৪৫ ,এমওপি ২৪০ , জিপসাম ১১০, দসত্মা সার ৮, বোরিক এসিড ৫ ও গোবর সার ৫০০
সার প্রয়োগ পদ্ধতি : ইউরিয়া ও মিউরিয়েট অব পটাশ সার ছাড়া বাকী সব সার চারা রোপনের ১ সপ্তাহ পূর্বে পিটে প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও পটাশ সার সমান ৩ ভাগে রোপনের ২৫, ৩৫ ও ৫০ দিন পর বেগুন গাছের চার পাশে রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।
আগাছা ব্যবস্থাপনা : জমিতে প্রয়োজনীয় নিড়ানী দিয়ে আগাছামুক্ত রাখতে হবে। প্রতিটি সেচের পরে মাটির উপরিভাগের চটা ভেঙ্গে দিতে হবে যাতে মাটিতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। প্রয়োজনীয় নিড়ানী দিলে মাটিতে শিকড়ের বৃদ্ধি ভাল হয়।
ফসল সংগ্রহ : বেগুনঃ চারা রোপনের ১২০ দিন থেকে ২০০ দিন পর্যন্ত
ঝাড়শীমঃ বীজ বপনের ৫৫ দিন থেকে ৬৫ দিন পর্যন্ত।
ফলন : একক বেগুনঃ ৪৪,আন্তঃফসল বেগুনঃ ৩৬ ও আন্তঃফসল ঝাড়শীমঃ ১৬
আয় - ব্যয়
>
বপন পদ্ধতি মোট আয় (টাকা/হেক্টর) মোট ব্যয় (টাকা/হেক্টর) প্রকৃত মুনাফা (টাকা/হেক্টর) আয় ও ব্যয় অনুপাত
বেগুন ৩৫৪১২০ ৯৮৩২০ ২৫৫৮০০ ৩.৬০
আন্ত:ফসল (বেগুন + ঝাড়শীম) ৪৫০৮০০ ১০২৩৫০ ৩৪৮৪৫০ ৪.৪০



প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back