কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :আন্তঃফসল হিসাবে ভুট্টার সাথে পুঁইশাকের চাষ
বিস্তারিত বিবরণ :
ফসল : ভুট্টা ও পুঁইশাক
মাটি ও জাত : জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ দোঁআশ মাটি ভুট্টা ও পুঁইশাক চাষের জন্য সবচেয়ে উপযোগী। ভুট্টাঃ বারি উদ্ভাবিত যে কোন হাইব্রিড ভুট্টা, পুঁইশাকঃ বারি পুঁইশাক-২
বপন/রোপন সময় : ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের শেষ সপ্তাহ সময়কাল (ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি) চাষের জন্য উপযুক্ত সময়।
বপন দূরত্ব ও বপন পদ্ধতি : ভুট্টার স্বাভাবিক সারি (৭৫ সেঃ মিঃ × ২৫ সেঃ মিঃ) + ১ সারি পুঁইশাক অথবা ভুট্টার জোড়া সারি (৩৭.৫/১৫০/৩৭.৫ সেঃ মিঃ) + ৩ সারি পুঁইশাক
সারের বর্ণনা (কেজি/হেক্টর) : ইউরিয়া ৫৫০ (অতিরিক্ত ৪০), টিএসপি ৩৮০, এমওপি ২৫০, জিপসাম ৪০০, দস্তা সার ১০, বোরিক এসিড ৫ ও গোবর সার ৫০০০ কেজি/হেক্টর
সার প্রয়োগ পদ্ধতি : ইউরিয়া সারের এক তৃতীয়াংশ ও অন্যান্য সারের সবটুকু শেষ চাষের সময় মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সারের বাকি দুই তৃতীয়াংশ যথাক্রমে বীজ বপনের ২০ ও ৪০ দিন পর ভুট্টার সারিতে উপরি প্রয়োগ করতে হবে। একই সময় পুঁইশাকেও অতিরিক্ত ৪০ কেজি ইউরিয়া সার দুইভাগ করে দুই কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে।
আগাছা দমন : বীজ গজানোর ২০-২৫ দিন পর প্রথম এবং ৪০-৪৫ দিন পর দ্বিতীয় বার আগাছা পরিস্কার করতে হবে।
ফসল সংগ্রহ : ভুট্টাঃ মোচা যখন চকচকে খড়ের রং ধারণ করে (বীজ বপনের ১২০-১২৫ দিন পরে) তখন দানার জন্য মোচা সংগ্রহের উপযুক্ত সময়, পুঁইশাকঃ চারা গজানোর পর ৩০-৩৫ দিনে প্রথম শাক উত্তোলন করা যায়।
ফলন : একক ভুট্টাঃ ৮.১৭,আন্তঃফসল ভুট্টাঃ ৬.৮২-৭.৭৪ এবং আন্তঃফসল পুঁইশাকঃ ১৩.৪৫-১৮.৭৪
আয় - ব্যয়
স্বাভাবিক দুই সারি ভুট্টার মাঝে এক সারি পুঁইশাক
দুই জোড়া সারি ভুট্টার মাঝে তিন সারি পুঁইশাক
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
ফসল : ভুট্টা ও পুঁইশাক
মাটি ও জাত : জৈব পদার্থ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ দোঁআশ মাটি ভুট্টা ও পুঁইশাক চাষের জন্য সবচেয়ে উপযোগী। ভুট্টাঃ বারি উদ্ভাবিত যে কোন হাইব্রিড ভুট্টা, পুঁইশাকঃ বারি পুঁইশাক-২
বপন/রোপন সময় : ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের শেষ সপ্তাহ সময়কাল (ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি) চাষের জন্য উপযুক্ত সময়।
বপন দূরত্ব ও বপন পদ্ধতি : ভুট্টার স্বাভাবিক সারি (৭৫ সেঃ মিঃ × ২৫ সেঃ মিঃ) + ১ সারি পুঁইশাক অথবা ভুট্টার জোড়া সারি (৩৭.৫/১৫০/৩৭.৫ সেঃ মিঃ) + ৩ সারি পুঁইশাক
সারের বর্ণনা (কেজি/হেক্টর) : ইউরিয়া ৫৫০ (অতিরিক্ত ৪০), টিএসপি ৩৮০, এমওপি ২৫০, জিপসাম ৪০০, দস্তা সার ১০, বোরিক এসিড ৫ ও গোবর সার ৫০০০ কেজি/হেক্টর
সার প্রয়োগ পদ্ধতি : ইউরিয়া সারের এক তৃতীয়াংশ ও অন্যান্য সারের সবটুকু শেষ চাষের সময় মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সারের বাকি দুই তৃতীয়াংশ যথাক্রমে বীজ বপনের ২০ ও ৪০ দিন পর ভুট্টার সারিতে উপরি প্রয়োগ করতে হবে। একই সময় পুঁইশাকেও অতিরিক্ত ৪০ কেজি ইউরিয়া সার দুইভাগ করে দুই কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে।
আগাছা দমন : বীজ গজানোর ২০-২৫ দিন পর প্রথম এবং ৪০-৪৫ দিন পর দ্বিতীয় বার আগাছা পরিস্কার করতে হবে।
ফসল সংগ্রহ : ভুট্টাঃ মোচা যখন চকচকে খড়ের রং ধারণ করে (বীজ বপনের ১২০-১২৫ দিন পরে) তখন দানার জন্য মোচা সংগ্রহের উপযুক্ত সময়, পুঁইশাকঃ চারা গজানোর পর ৩০-৩৫ দিনে প্রথম শাক উত্তোলন করা যায়।
ফলন : একক ভুট্টাঃ ৮.১৭,আন্তঃফসল ভুট্টাঃ ৬.৮২-৭.৭৪ এবং আন্তঃফসল পুঁইশাকঃ ১৩.৪৫-১৮.৭৪
আয় - ব্যয়
বপন পদ্ধতি | মোট আয় (টাকা/হেক্টর) | মোট ব্যয় (টাকা/হেক্টর) | প্রকৃত মুনাফা (টাকা/হেক্টর) | আয় ও ব্যয় অনুপাত |
জোড়া সারি পদ্ধতিঃ ভুট্টা (১০০%) + পুঁইশাক (৬০%) | ২,৮৯,৭০০/- | ৯০,০০০/- | ১,৯৯,৭০০/- | ৩.২২ |
একক/ স্বাভাবিক সারি পদ্ধতিঃ ভুট্টা (১০০%) +পুঁইশাক (৫৩%) | ২,৪৬,৫৫০/- | ৮৫,০০০/- | ১,৬১,৫৫০/- | ২.৯০ | >
স্বাভাবিক দুই সারি ভুট্টার মাঝে এক সারি পুঁইশাক
দুই জোড়া সারি ভুট্টার মাঝে তিন সারি পুঁইশাক
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।