কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :চকচকে ফিতা দিয়ে পাখি তাড়ানো
বিস্তারিত বিবরণ :
আমাদের দেশে নানা জাতের পাখি আছে। এরা বিভিন্ন প্রকার কীটপতঙ্গ ও ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তবে কিছু কিছু পাখি আছে যেগুলো উপকারের পাশাপাশি কিছু অপকারও করে থাকেপ। যেমন বাবুই, কাক, টিয়া, শালিক, বুলবুল, কবুতর, চড়ুই এসব পাখি ফসলের ক্ষতি করে থাকে।
গম ক্ষেতে শালিক পাখির উপদ্রব হয়। বীজ বুনার ৫/৬ দিন পর গমের অংকুর বের হয়। কোন কোন এলাকায় শালিক পাখি এ অংকুরিত গম ক্ষেতের বীজ তুলে খেয়ে ফেলে। এতে আশানুরূপ ফলন হয় না। পাকা টমেটো ক্ষেতেও পাখির উপদ্রব হয়। ভুট্টা ক্ষেতে টিয়া ও কাকের উপদ্রব হয়। এরা ভুট্টার মোচা খেয়ে ফেলে ফসেলর ক্ষতি করে। তেমনি ভাবে সূর্যমুখী ক্ষেতে কাক ও টিয়া পাখি পরিপক্ক বীজ খেয়ে ফেলে। যেহেতু এসব পাখি ফসলের ক্ষতির পাশাপাশি যথেষ্ট উপকারও করে থাকে তাই এগুলো একবারে মেরে ফেলা উচিত নয়। পাখিকে না মেরে ফসলের ক্ষেত থেকে তাড়িয়ে দিয়ে ফসল রক্ষা করতে হবে। পাখি তাড়ানোর উল্লেখযোগ্য পদ্ধতিগুলো হলো-ঢিলা ছুড়া, বাশেঁর ডুগডুগি বাজানো, কাক তাড়ুয়া ব্যবহার করা, বাজি ফুটানো, চকচকে ফিতা ব্যবহার করা, জাল পাতা ইত্যাদি। এ সব পদ্ধতির মধ্যে চকচকে ফিতার ব্যবহার বেশী কার্যকর।
চকচকে ফিতা মূলত একটি প্লাষ্টিকের ফিতা যা বিভিন্ন রংয়ের হতে পারে। তবে ফিতাটির রং একদিকে লাল এবং অন্য দিকে সাদা হলে ভাল হয়। ফিতার উপর সূর্যের আলো পড়ে চকচকে আলোর প্রতিফলন হয় যা পাখিদের চোখে পড়ে বিরক্তিকর সৃষ্টি করে তাছাড়া ফিতার উপর বাতাস লেগে এক প্রকার শো শো বা পত পত শব্দের সূষ্টি করে এতে পাখি ভয় পেয়ে ক্ষেত থেকে চলে যায়। ক্ষেতে ১০/১২ ফুট দূরে দূরে খূঁটি পুঁতে আড়াআড়ি ভাবে এ ফিতা টানিয়ে দিতে হয়। এমনভাবে ফিতা টানাতে হবে যাতে ফিতাটা ফসলের এক দেড় ফুট উপরে থাকে। পাখিরা যেন দুর থেকেই এ ফিতা দেখতে পায় পরীক্ষায় দেখা গেছে যে এ ফিতা ব্যবহার করলে ভুট্টা ও সূর্যমুখী ক্ষেতে টিয়া বা কাকের উপদ্রব ৭০/৮০ ভাগ কমে যায় এবং ফিতার কার্যকরীতা প্রায় ২ (দুই) সপ্তাহ স্থায়ী হয়। বেশী দিন এ ফিতা ব্যবহার করলে পাখিদের ভয় কেটে যায়।
এ ফিতা একবার ব্যবহার করলে নষ্ট হয় না। যত্ন করে রেখে দিলে আবার পরবর্তী বছর ব্যবহার করা যায়। এ ফিতা ব্যবহারের ফলে প্রকৃতিতে কোন বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। বার বার ব্যবহার করা যায় বলে ফসল রক্ষার খরচও কম হয়।
অংকুরিত ক্ষেতে চকচকে ফিতার ব্যবহার
পরিপক্ক ফসলের ক্ষেতে চকচকে ফিতার ব্যবহার
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
আমাদের দেশে নানা জাতের পাখি আছে। এরা বিভিন্ন প্রকার কীটপতঙ্গ ও ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তবে কিছু কিছু পাখি আছে যেগুলো উপকারের পাশাপাশি কিছু অপকারও করে থাকেপ। যেমন বাবুই, কাক, টিয়া, শালিক, বুলবুল, কবুতর, চড়ুই এসব পাখি ফসলের ক্ষতি করে থাকে।
গম ক্ষেতে শালিক পাখির উপদ্রব হয়। বীজ বুনার ৫/৬ দিন পর গমের অংকুর বের হয়। কোন কোন এলাকায় শালিক পাখি এ অংকুরিত গম ক্ষেতের বীজ তুলে খেয়ে ফেলে। এতে আশানুরূপ ফলন হয় না। পাকা টমেটো ক্ষেতেও পাখির উপদ্রব হয়। ভুট্টা ক্ষেতে টিয়া ও কাকের উপদ্রব হয়। এরা ভুট্টার মোচা খেয়ে ফেলে ফসেলর ক্ষতি করে। তেমনি ভাবে সূর্যমুখী ক্ষেতে কাক ও টিয়া পাখি পরিপক্ক বীজ খেয়ে ফেলে। যেহেতু এসব পাখি ফসলের ক্ষতির পাশাপাশি যথেষ্ট উপকারও করে থাকে তাই এগুলো একবারে মেরে ফেলা উচিত নয়। পাখিকে না মেরে ফসলের ক্ষেত থেকে তাড়িয়ে দিয়ে ফসল রক্ষা করতে হবে। পাখি তাড়ানোর উল্লেখযোগ্য পদ্ধতিগুলো হলো-ঢিলা ছুড়া, বাশেঁর ডুগডুগি বাজানো, কাক তাড়ুয়া ব্যবহার করা, বাজি ফুটানো, চকচকে ফিতা ব্যবহার করা, জাল পাতা ইত্যাদি। এ সব পদ্ধতির মধ্যে চকচকে ফিতার ব্যবহার বেশী কার্যকর।
চকচকে ফিতা মূলত একটি প্লাষ্টিকের ফিতা যা বিভিন্ন রংয়ের হতে পারে। তবে ফিতাটির রং একদিকে লাল এবং অন্য দিকে সাদা হলে ভাল হয়। ফিতার উপর সূর্যের আলো পড়ে চকচকে আলোর প্রতিফলন হয় যা পাখিদের চোখে পড়ে বিরক্তিকর সৃষ্টি করে তাছাড়া ফিতার উপর বাতাস লেগে এক প্রকার শো শো বা পত পত শব্দের সূষ্টি করে এতে পাখি ভয় পেয়ে ক্ষেত থেকে চলে যায়। ক্ষেতে ১০/১২ ফুট দূরে দূরে খূঁটি পুঁতে আড়াআড়ি ভাবে এ ফিতা টানিয়ে দিতে হয়। এমনভাবে ফিতা টানাতে হবে যাতে ফিতাটা ফসলের এক দেড় ফুট উপরে থাকে। পাখিরা যেন দুর থেকেই এ ফিতা দেখতে পায় পরীক্ষায় দেখা গেছে যে এ ফিতা ব্যবহার করলে ভুট্টা ও সূর্যমুখী ক্ষেতে টিয়া বা কাকের উপদ্রব ৭০/৮০ ভাগ কমে যায় এবং ফিতার কার্যকরীতা প্রায় ২ (দুই) সপ্তাহ স্থায়ী হয়। বেশী দিন এ ফিতা ব্যবহার করলে পাখিদের ভয় কেটে যায়।
এ ফিতা একবার ব্যবহার করলে নষ্ট হয় না। যত্ন করে রেখে দিলে আবার পরবর্তী বছর ব্যবহার করা যায়। এ ফিতা ব্যবহারের ফলে প্রকৃতিতে কোন বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। বার বার ব্যবহার করা যায় বলে ফসল রক্ষার খরচও কম হয়।

অংকুরিত ক্ষেতে চকচকে ফিতার ব্যবহার

পরিপক্ক ফসলের ক্ষেতে চকচকে ফিতার ব্যবহার
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।