কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :ইঁদুর মারার ফাঁদে বিভিন্ন টোপের ব্যবহার
বিস্তারিত বিবরণ :
ইঁদুর গোলাঘর ও মাঠে যথেষ্ট ক্ষতি করে থাকে। তাছাড়া ও ইঁদুর নানা প্রকার রোগ ছড়ায়।বেশীর ভাগ ইঁদুর গর্তে বাস করে বলে সম্পূর্ণভাবে দমন বা নির্মুল করা সম্ভব হয় না তাই এদের সংখ্যা কমিয়ে মুল্যবান ফসল রক্ষা করে খাদ্যভাব দূর করার চেষ্টা করতে হবে।বিষ ব্যবহার না করে ফাঁদ দিয়ে ইঁদুর দমন করা পরিবেশের জন্য ভালো। ফাঁদের কার্যকারিতা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত খাবারের উপর নির্ভর করে। ভাল মানের আকর্ষণীয় খাবার দিলে ইঁদুর ফাঁদের প্রতি আকৃষ্ট হয় এবং সহজেই ধরা বা মারা পড়ে। বিভিন্ন ধরনের খাবারের প্রতি ইঁদুর গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখা গিয়েছে যে, শুটকিমাছ, নারিকেল, আলু এবং পাউরুটির প্রতি ইঁদুর সহজেই আকৃষ্ট হয়। তাই ফাঁদে উপরোক্ত খাবারগুলি টোপ হিসাবে ব্যবহার করে ফাঁদ পাতলে অধিক হারে ইঁদুর ধরা বা মারা পড়ে।
ফাঁদে ব্যবহারের বিভিন্ন ধরনের টোপ
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
ইঁদুর গোলাঘর ও মাঠে যথেষ্ট ক্ষতি করে থাকে। তাছাড়া ও ইঁদুর নানা প্রকার রোগ ছড়ায়।বেশীর ভাগ ইঁদুর গর্তে বাস করে বলে সম্পূর্ণভাবে দমন বা নির্মুল করা সম্ভব হয় না তাই এদের সংখ্যা কমিয়ে মুল্যবান ফসল রক্ষা করে খাদ্যভাব দূর করার চেষ্টা করতে হবে।বিষ ব্যবহার না করে ফাঁদ দিয়ে ইঁদুর দমন করা পরিবেশের জন্য ভালো। ফাঁদের কার্যকারিতা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত খাবারের উপর নির্ভর করে। ভাল মানের আকর্ষণীয় খাবার দিলে ইঁদুর ফাঁদের প্রতি আকৃষ্ট হয় এবং সহজেই ধরা বা মারা পড়ে। বিভিন্ন ধরনের খাবারের প্রতি ইঁদুর গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখা গিয়েছে যে, শুটকিমাছ, নারিকেল, আলু এবং পাউরুটির প্রতি ইঁদুর সহজেই আকৃষ্ট হয়। তাই ফাঁদে উপরোক্ত খাবারগুলি টোপ হিসাবে ব্যবহার করে ফাঁদ পাতলে অধিক হারে ইঁদুর ধরা বা মারা পড়ে।
ফাঁদে ব্যবহারের বিভিন্ন ধরনের টোপ
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।