Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কৃষি পরিবেশ অঞ্চল-১ এ আলু-ভুট্টা-রোপা আমন ধান ফসল ধারায় সার-সুপারিশমালা

বিস্তারিত বিবরণ : 
কৃষি পরিবেশ অঞ্চল-১ এ আলু-ভূট্টা-রোপা আমন ধান একটি প্রচলিত শস্যবিন্যাস এবং দিনাজপুর অঞ্চলে প্রায় ১১% জমিতে এই ফসল ধারা চাষাবাদ করা হয়। এই ফসলধারাতে আলু ও ভুট্টা উৎপাদনে প্রচুর পরিমাণ সারের প্রয়োজন হয়। কিন্তু কৃষক আলুতে সার প্রয়োগ করলেও ভুট্টাতে কোন সার প্রয়োগ করা হয় না বা দিলেও সামান্য পরিমাণ ব্যবহার করে ফলে কাঙ্খিত ফলন পায় না। এতে সরেজমিন গবেষণা বিভাগ ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে এই ফসলধারায় সার সুপারিশ করে এতে ধানের সমতুল্য ফলন ২৯.৫ এবং ৩০.৫ টন/হেক্টর পাওয়া যায় মাটিপরীক্ষা ভিত্তিক সার এবং সাথে আরও ২৫% বেশী সার দিয়ে এবং ১০০% মাটি পরীক্ষা ভিত্তিক সারের সাথে প্রতি হেক্টরে ৩ টন মুরগীর বিষ্ঠা প্রয়োগে। এতে প্রায় কৃষক এর ব্যবহৃত সার এর মাত্রা থেকে ৩৮% বেশী মুনাফা পাওয়া যায়।উপযোগী অঞ্চল: দিনাজপুর ও কৃষি পরিবেশ অঞ্চল ১ এর অনুরূপ অঞ্চল।
উৎপাদন প্রযুক্তি
আলুর জন্য বারি আলু-৭, ভূট্টার জন্য বারি হাইব্রিড ভুট্টা-৯ এবং রোপা আমন ধানের ব্রি ধান৬২ ব্যবহার করতে হবে। বপন/রোপন দূরত্ব হবে যথাক্রমে ৬০x২০, ৬০x২০ এবং ২০x১৫ সেমি। আলু নভেম্বরের ১ম সপ্তাহে, ভুট্টা ফেব্রুয়ারির ১ম সপ্তাহে এবং রোপা আমন ধান জুলাই এর শেষ সপ্তাহে বপন/রোপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
আলু ভুট্রা রোপা আমন ধান
ইউরিয়া ৩২৫ ৪৭৫ ১১০
টিএসপি ৯৫ ১৭০ ৫০
এমওপি ২৬২ ২১৬ ৫০
জিপসাম (গ্রাম) ৭৫ ১৬৫ ২১
জিংক সালফেট -
বরিক এসিড ৭.৫ ৭.৫ -
মুরগীর বিষ্ঠা - -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
আলু: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সমান ২ ভাগে রোপনের ২৫ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। আলু রোপণের ২০ দিন পর আগাছা দমন ও সেচ দিতে হবে। আলুর ব্লাইট রোগ দমনের জন্য ডায়থেন এম-৪৫ ডাপ্লিউপি প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম মিশিয়ে রোপনের ৪০ দিন পর প্রতি ১০ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: জানুয়ারির শেষ সপ্তাহ। ফলন: ৩৫.৩ টন/হেক্টর। জীবনকাল: ৮০ দিন।
ভুট্টা: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান ২ কিস্তিতে বপনের ৩০ এবং ৬০ দিন পর প্রয়োগ করতে হবে। কাটুই পোকা দমনের জন্য ফুরাডান ১০ কেজি/হেক্টর জমি তৈরীর সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: জুলাই এর ২য় সপ্তাহ। ফলন: ১০.৭৫ টন/হেক্টর। জীবনকাল: ১৫৮ দিন।
রোপা আমন ধান: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান তিন কিস্তিতে ১৫, ৩০ এবং ৪৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। স্টেমবোরার দমনের জন্য ফুরাডান ১৫ কেজি/হেক্টর দ্বিতীয় বার আগাছা দমনের সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: অক্টোবর মাসের ২য় সপ্তাহ। ফলন: ৪.৪০ টন/হেক্টর। জীবনকাল: ৮০ দিন। এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৪৭২০০০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ২১৬৫১৪ টাকা এবং লাভ খরচের অনুপাত ২.১৮।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back