Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :টাংগাইল অঞ্চলে চার ফসল ভিত্তিক আলু-সবজি-পাট-মাসকলাই একটি উন্নত ফসল বিন্যাস

বিস্তারিত বিবরণ : 
বৃহত্তর টাংগাইল অঞ্চলে তামাক-পাট-মাসকলাই একটি প্রচলিত ফসল বিন্যাস কিন্তু তামাক পরিবেশ ও শারীরিকভাবে হুমকি হওয়ায তামাকের পরিবর্তে আলু ও সবজি অর্ন্তভূক্ত করা হয় এবং এই উন্নত ফসল বিন্যাসে (আলু-সবজি-পাট-মাসকলাই) আলু, সবজি ও মাসকলাই এর উন্নত জাত ও এতে আলুর সমতুল্য ফলন ৬১% বৃদ্ধি করা সম্ভব হয়েছে যেখানে কৃষকের প্রচলিত বিন্যাসে ২৫.৯৯ টন/হেক্টর সমতুল্য ফলন পাওয়া যায়। উপযোগী অঞ্চল: টংগাইল ও কৃষি পরিবেশ অঞ্চল ৭, ৮, ৯, ও ২৮ এর অনুরূপ অঞ্চল
উৎপাদন প্রযুক্তি
আলুর জন্য বারি আলু-৭, সবজির জন্য বারি ডাটা-২, বারি পুঁইশাক-২ ও বারি গিমাকলমী-১, পাটের জন্য ও-৯৮৯৭ এবং মাসকলাই এর বারি মাস-৩ জাত ব্যবহার করতে হবে। বপন/রোপন দূরত্ব হবে আলুর জন্য ৬০x২৫ সেমি এবং সবজির জন্য ৩০x২০ সেমি। পাট ও মাসকলাই ছিটিয়েবুনতে হবে। আলু নভেম্বরের শেষ সপ্তাহে, সবজি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, পাট মে মাসের শেষ সপ্তাহে এবং মাসকলাই সেপ্টেম্বরের ২য় সপ্তাহে বপন/রোপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
আলু ডাটা পুঁইশাক গীমাকলমি পাট মাসকলাই
ইউরিয়া ২৪০ ২৫০ ১৮০ ১৬০ ২০০ ৪০
টিএসপি ১৩০ ১০০ ১২৫ ১২০ ৫০ ৮৫
এমওপি ২৫০ ১৫০ ১২৫ ৩৭৫ ৬০ ৩০
জিপসাম ১৩২ - - - ১১০ -
জিংক সালফেট ১০.৩ - - - ১১.২ -
বরিক এসিড ১০.৬ - - - - -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
আলু: ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সমান ২ ভাগে রোপনের ২৫ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। আলু রোপণের ২০ দিন পর আগাছা দমন ও সেচ দিতে হবে। আলুর ব্লাইট রোগ দমনের জন্য ডায়থেন এম-৪৫ ডাব্লিউপি প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম মিশিয়ে রোপনের ৪০ দিন পর প্রতি ১০ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: ফেব্রুয়ারির ১ম সপ্তাহ। ফলন: ২২.৬ টন/হেক্টর।
সবজি: এক তৃতীয়াংশ ইউরিয়া এবং বাকী সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং বাকী ইউরিয়া দুই ভাগে ভাগ করে পুঁইশাক ও গীমাকলমী প্রথম ও ২য় বার উত্তোলনের পর প্রয়োগ করতে হবে। সেচ, রোগবালাই ব্যবস্থাপনা ও অন্যান্য আন্ত:পরিচর্যা প্রয়োজনমত করতে হবে। ফসল সংগ্রহ: এপ্রিলের ৩য় সপ্তাহ। ফলন: ডাটা- ১৪.৫ টন/হেক্টর, পুঁইশাক- ১৫.৩ টন/হেক্টর এবং গীমাকলমি-২৩.২ টন/হেক্টর। পাট: অর্ধেক ইউরিয়া এবং বাকী সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং বাকী অর্ধেক বপনের ৪৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। তোষা পাটে খরার সময় হলুদ মাকড়ের আক্রমণ হতে পারে। সেই সময় থিওভিট ৮০% প্রতিবার ৫ লিটার পানির সাথে ৩৫ গ্রাম পাউডার মিশিয়ে তিন দিন পাতার নীচের দিকে স্প্রে করলে মাকড় দমন করা যায়। ফসল সংগ্রহ: জুলাই এর ৩য় সপ্তাহ। ফলন: ৩.৩ টন/হেক্টর।
মাসকলাই: সকল সার জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে। সেচ, রোগবালাই ব্যবস্থাপনা ও অন্যান্য আন্ত:পরিচর্যা প্রয়োজনমত করতে হবে। ফসল সংগ্রহ: অক্টোবর এর শেষ সপ্তাহ। ফলন: ১.২ টন/হেক্টর। এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৬৫০৯৫৩ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ২৭১৪৯৬ টাকা এবং লাভ খরচের অনুপাত ২.৪০।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back