Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :ভোলা অঞ্চলে পেঁয়াজের সাথে মরিচ ও বাদামের আন্ত:ফসল চাষ

বিস্তারিত বিবরণ : 
মরিচ এবং চীনাবাদাম ভোলা অঞ্চলের প্রধান রবি ফসল এবং শীতকাল দেরীতে আসার কারণে ভোলাতে পেঁয়াজের ফলন খুব কম হয়। এজন্য সরেজমিন গবেষণা বিভাগ ভোলা অঞ্চলে দুই সারি মরিচের মাঝে দুই সারি পেঁয়াজ এবং দুই সারি চীনাবাদামের মাঝে এক সারি পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছে এবং সামগ্রিক ফলনও বৃদ্ধি পেয়েছে। কোন প্রকার ফলনের উপর প্রভাব না ফেলে শুকনা মরিচের সমতুল্য ফলন ২.৫৫ টন/হেক্টর এবং চীনাবাদামের সমতুল্য ফলন ২.১৩ টন/হেক্টর পাওয়া সম্ভব হয়েছে। তাছাড়া পেঁয়াজ ও মরিচের আন্ত:ফসল চাষে ৩০% এবং পেঁয়াজ ও বাদামের আন্ত:ফসল চাষে ১০১% মুনাফা পাওয়া গেছে। উপযোগী অঞ্চল: ভোলাসহ কৃষি পরিবেশ অঞ্চল-১৮।
উৎপাদন প্রযুক্তি
মরিচের জন্য বারি মরিচ-১, চীনাবাদামের জন্য ঢাকা-১ এবং পেঁয়াজের বারি পেঁয়াজ-১ জাত ব্যবহার করতে হবে। বপন/রোপন দূরত্ব হবে মরিচ ৪০x৪০, চীনাবাদাম ৩০x১৫ এবং পেঁয়াজ ১০x৫ সেমি। ডিসেম্বরের ২য় সপ্তাহে মরিচ এবং ৩য় সপ্তাহে চীনাবাদাম রোপন করতে হবে। দুই সারি মরিচের সাথে দুই সারি পেঁয়াজ এবং দুই সারি বাদামের মাঝে এক সারি পেঁয়াজ রোপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
মরিচ চীনাবাদাম পেঁয়াজ
ইউরিয়া ২০৬ ১২০ -
টিএসপি ২৭০ ২২০ -
এমওপি ৪০ ৯০ -
জিপসাম ১৬০ ১৬৫ -
জিংক সালফেট ৩.৫ ৩.৫ -
গোবর সার ৫০০০ ৫০০০ -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
মরিচ: এক তৃতীয়াংশ পটাশ এবং ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান তিন কিস্তিতে রোপনের ২৫, ৫০ এবং ৭০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। ফসলে চারা রোপণের ২০-২৫ দিনে একবার এবং ৪০-৪৫ দিন পর একবার আগাছা দমন করতে হয়। ফসল সংগ্রহ: এপ্রিলের ২য় সপ্তাহ থেকে ৩য সপ্তাহ। ফলন: মরিচ ১.৯ টন/হেক্টর এবং পেঁয়াজ ৩.৯ টন/হেক্টর।
চীনাবাদাম: এক তৃতীয়াংশ পটাশ এবং ইউরিয়া ছাড়া সকল সার শেষ জমি প্রস্তুতের সময় এবং ইউরিয়া সমান তিন কিস্তিতে রোপনের ১৫, ৫০ এবং ৬৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। মোট ৭-৮ টি সেচ প্রয়োগ করতে হবে। রোগবালাই এবং অন্যান্য আন্ত:পরিচর্যা সময়মত করতে হবে। ফসল সংগ্রহ: মে এর ২য় সপ্তাহ। ফলন: চীনাবাদাম ১.৪ টন/হেক্টর এবং পেঁয়াজ ২.৯৪ টন/হেক্টর।
পেঁয়াজরোপনের ৩৫ দিন পর থ্রিপস দমনের জন্য ম্যালাথিয়ন ৫৭ ইসি ৥ ২ মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। মার্চের শেষ সপ্তাহে পেঁয়াজ উত্তোলন করতে হবে।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৪৭৬০০০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ২৩০২৯৫ টাকা এবং লাভ খরচের অনুপাত ২.০৭।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back