Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :রসুন/ভুট্টা-রোপা আমন ধান ফসল বিন্যাস

বিস্তারিত বিবরণ : 
বোরো ধানে সেচের খরচ বেশি হওয়ায় প্রচলিত পতিত-বোরো-রোপা আমন ধান ফসল বিন্যাসের পরিবর্তে অর্থকরি ফসল রসুনের সাথে ভুট্টার আন্ত:ফসল চাষ ঐ অঞ্চলের জন্য একটি লাভজনক প্রযুক্তি । উন্নত এ ফসল ধারায় ধানের সমতুল্য ফলন শতকরা প্রায় ২১৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। প্রয়োগের স্থান : রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলা (কৃষি পরিবেশ অঞ্চল-৩)
উৎপাদন প্রযুক্তি
রসুনের জন্য বারি রসুন-১, ভূট্টার জন্য এনকে-৪০ এবং রোপা আমন ধানের ব্রি ধান৪৯ ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টরপ্রতি ২৫০ কেজি, ২০ কেজি এবং ৩০ কেজি। রসুন ডিসেম্বরের ২য় সপ্তাহে, ভূট্টা জানুয়ারির ৩য় সপ্তাহে এবং রোপা আমন ধান জুলাই এর ৩য় সপ্তাহে রোপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
রসুন ভুট্রা রোপা আমন ধান
ইউরিয়া ২১০ ৪৩৫ ২৫০
টিএসপি ২৬০ ২২৫ -
এমওপি ৩৩০ ১৮০ ৮০
জিপসাম (গ্রাম) ১২৫ ১৮৮ ৯৫
জিংক সালফেট - ১১ -
বরিক এসিড ১৮ ১২

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
রসুন: ইউরিয়া সারের অর্ধেক ও অন্যান্য সকল সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া বপনের ৩৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। রোপনের ৩৫ দিন পর থ্রিপস দমনের জন্য ম্যালাথিয়ন ৫৭ ইসি @ ২ মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফসল সংগ্রহ: মার্চের তৃতীয় সপ্তাহ। ফলন: ৮.৬ টন/হেক্টর।
ভূট্টা: ইউরিয়া সারের অর্ধেক ও অন্যান্য সকল সার শেষ জমি প্রস্তুতের সময় প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া বপনের ৩০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। কাটুই পোকা দমনের জন্য ফুরাডন ১০ কেজি/হেক্টর জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: জুনের প্রথম সপ্তাহ। ফলন: ৬.০ টন/হেক্টর।
রোপা আমন ধান: ইউরিয়া ব্যতিত অন্যান্য সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান তিন কিস্তিতে চারা রোপনের ১০, ৩০ এবং ৪৫ দিন পর প্রয়োগ করতে হবে। স্টেমবোরার দমনের জন্য ফুরাডান ১৫ কেজি/হেক্টর দ্বিতীয় বার আগাছা দমনের সময় প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: অক্টোবরের তৃতীয় সপ্তাহ। ফলন: ৪.০ টন/হেক্টর।
এই ফসল ধারার মোট আয় হেক্টর প্রতি ৪২৩৬১৫ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ২৪২৪৬০ টাকা এবং লাভ খরচের অনুপাত ১.৭৫।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back