Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :রাজশাহী অঞ্চলে ষ্টিপ টিলেজ পদ্ধতিতে গম ও মসুরের চাষ

বিস্তারিত বিবরণ : 
প্রচলিত চাষাবাদ পদ্ধতির তুলনায় ষ্টিপ টিলেজ পদ্ধতিতে গম ও মসু্র চাষাবাদের মাধ্যমে জ্বালানী জমি তৈরী এবং শ্রমিক খরচ বহুলাংশে কমানোর পাশাপাশি ফলন ২০% বৃদ্ধি করা সম্ভব। জমির আর্দ্রতা সংরক্ষণের সাথে সাথে মাটির দ্রুত অবক্ষয় রোধ করা সম্ভব। ট্রিপ টিলেজ পদ্ধতিতে গম ও মসুর চাষে মোট আয় কৃষকের প্রচলিত পদ্ধতির তুলনায় যথাক্রমে শতকরা ৩৩ ও ২৪ ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়।উপযোগী অঞ্চল: উত্তরাঞ্চলে রাজশাহী জেলা (কৃষি পরিবেশ অঞ্চল-১১)।
উৎপাদন প্রযুক্তি
গমের জন্য বারি গম-২৬ এবং মসুরের জন্য বারি মসুর-৭ ব্যবহার করতে হবে। বীজের হার হবে যথাক্রমে হেক্টরপ্রতি ১২০ কেজি এবং ৪০ কেজি। গম নভেম্বরের শেষ সপ্তাহে এবং মসুর নভেম্বরের শেষ সপ্তাহে বপন করতে হবে।
সারের নাম পরিমান (কেজি/হেক্টর)
গম মসুর
গোবর ৫ টন -
ইউরিয়া ২১৭ ৫২
টিএসপি ১৩০ ৯০
এমওপি ১০০ ৪০
জিপসাম ১২৫ -
বরিক এসিড -

সার প্রয়োগ পদ্ধতি, আন্ত: পরিচর্যা ও ফলনঃ
গম: দুই তৃতীয়াংশ ইউরিয়া সার এবং বাকী সকল সার বপনের পূর্বে ছিটিয়ে প্রয়োগ করতে হবে এবং বাকী ইউরিয়া বপনের ১৮-২০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। সার প্রয়োগেত পর অবশ্যই সেচ দিতে হবে।ফসল সংগ্রহ: মার্চের ৩য় সপ্তাহ। ফলন: ৪.৩ টন/হেক্টর।
মসুর: সকল সার বপনের পূর্বে প্রয়োগ করতে হবে। ফসল সংগ্রহ: মার্চের ২য় সপ্তাহ। ফলন: ১.৮ টন/হেক্টর।
ষ্টিপ টিলেজ পদ্ধতিতে গম চাষের মোট আয় হেক্টর প্রতি ১০৩১৫০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ৩২৪৫০ টাকা এবং লাভ খরচের অনুপাত ৩.১৮। ষ্টিপ টিলেজ পদ্ধতিতে মসুর চাষের মোট আয় হেক্টর প্রতি ১৪৭৪৩০ টাকা, উৎপাদন ব্যয় হেক্টর প্রতি ২৫৬৯০ টাকা এবং লাভ খরচের অনুপাত ৫.৭৪।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back