Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :জৈব বালাইনাশক ভিত্তিক পদ্ধতিতে সাউথ আমেরিকান টমেটো লিফ মাইনার পোকার দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 
ভূমিকা: সাউথ আমেরিকান টমেটো লিফ মাইনার পোকা, যার বৈজ্ঞানিক নাম Tutaabsoluta-বাংলাদেশে টমেটো ফসলের একটি বিধ্বংসী পোকা বা Invasive pest। এ পোকার উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা হলেও আমাদের দেশে ২০১৬ সনে উত্তরাঞ্চলের জেলাসমূহে প্রথমে এ পোকার আক্রমণ পরিলক্ষিত হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ২০১৪ সনে এবং নেপালে ২০১৬ সনে এ পোকা সনাক্ত করা হয়। টমেটো ছাড়াও এ পোকা সোলানেসি পরিবারভূক্ত বিভিন্ন ফসল যেমন আলু, বেগুন ইত্যাদিতে আক্রমণ করতে পারে। তবে টমেটো ফসলেই এদের আক্রমণ মাত্রা সর্বাধিক। ক্ষতির প্রকৃতি: টমেটো ফসল এ পোকা দ্বারা পুরো মৌসুমেই (Cropping season) আক্রান্ত হতে পারে।এ পোকার কীড়া পাতার উপরিভাগের মেসোফিল টিস্যু চেছে খেয়ে সুড়ঙ্গ তৈরী করে, এতে পাতা বিবর্ণ হয়ে যায়। মারাত্মক আক্রমণের ক্ষেত্রে পাতা শুকিয়ে অকালে ঝরে পড়ে। এ পোকা দ্বারা ফলও আক্রান্ত হয়। কীড়া ফল ছিদ্র করার কারণে ফলে ক্ষত সৃষ্টি হয়, ছিদ্র পথে রোগ জীবানু প্রবেশ করে এবং এতে ফলে পচন ধরে। এ পোকার আক্রমণে টমেটোর গুনগতমান কমে যায় এবং উৎপাদনশীলতা মারাত্মকভাবে ব্যহত হয়। দমন ব্যবস্থাপনা: কীটতত্ত্ব বিভাগ, বিএআরআই উদ্ভাবিত নিন্মোক্ত দমন ব্যবস্থাপনার মাধ্যমে উক্ত পোকাটি সহজে, পরিবেশসম্মত ও লাভজনক উপায়ে দমন করা যায়।
১। সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার: সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে প্রথমে এ পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। পোকার উপস্থিতি সনাক্ত করার পর, বিঘা প্রতি ৫-৬ টি ফেরোমন ফাঁদ স্থাপন করে এ পোকার পূর্ণাঙ্গ পুরুষ পোকা বিপুল সংখ্যায় ধরে ফেলে এ পোকার আক্রমণ কমানো সম্ভব।
২। সয়েল রিচার্জ জমিতে প্রয়োগ: জমি তৈরীর সময়ে একবার এবং চারা রোপনের ২৫-৩০ দিন পরে আরও একবার মোট দুইবার বিঘা প্রতি ৫০০ গ্রাম হারে সয়েল রিচার্জ মাটিতে প্রয়োগ করতে হবে। এতে এ পোকার পুত্তলী ধ্বংস হবে এবং চারা গাছ ঢলেপড়া রোগের আক্রমণ থেকে রক্ষা পাবে।
৩। জৈব বালাইনাশক প্রয়োগ: আক্রান্ত চারা গাছে স্পিনোসেড গ্রুপভুক্ত জৈব বালাইনাশক ট্রেসার ৪৫ এসসি (প্রতি লিটার পানিতে ০.৪ মিলি হিসাবে) এবং নতুন জৈব বালাইনাশক এন্টারিও (প্রতি লিটার পানিতে ১ গ্রাম হিসাবে)পর্যায়ক্রমিক ভাবে ৭-১০ দিন অন্তর জমিতে স্প্রে করতে হবে। এক বার ট্রেসার স্প্রে করা হলে পরের বার এন্টারিও স্প্রে করতে হবে। এভাবে মোট ৪-৫ বার জৈব বালাইনাশক স্প্রে করার প্রয়োজন হয়।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back