কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :ঢেঁড়স, চালকুমড়া ও বরবটির সঠিক পরিপক্কতা নিরুপণ ও তদানুযায়ী সংগ্রহের মাধ্যমে গুণমান রক্ষা ও সংরক্ষণকাল বৃদ্ধি
বিস্তারিত বিবরণ :
ফলন, গুনমান ও সংরক্ষণকাল বিবেচনায় নিম্নলিখিত ফলসমূহ নিম্নোক্ত স্টেজে/অবস্থায় গাছ থেকে সংগ্রহ করা উত্তম বিবেচিত হয়েছে:
ঢেঁড়স: কচি, চকচকে সবুজ ও ফলের অগ্রভাগ আঙ্গুল দ্বারা সহজে ভাঙা যায় এমন অবস্থায় অর্থাৎ ফুল ফোঁটার ৫ দিন পর পর্যন্ত;
চালকুমড়া: ফুল ফোঁটার ১১-১২ দিন পর, ফলের অগ্রতল ও ফলত্বকে পাউডারী পদার্থ দেখা দেয়ার পূর্বক্ষণ পর্যন্ত;
বরবটি: ফুল ফোঁটার ১০-১২ দিন পর অর্থাৎ বীজ মধ্যম আকার ধারণ করে ফলত্বক মাঝারী মাত্রায় স্ফীত হয়ে উঠছে এমন অবস্থায়, সংগ্রহ করতে হবে ।
চালকুমড়ার বৃদ্ধি ও ফলত্বকে পাউডারী পদার্থের তৈরি না হওয়া দেখে পরিপক্কতা পরিপক্কতা নিরূপণ
ফলত্বকে বীজযুক্ত অংশের মধ্যম স্ফীতি দেখে বরবটির পরিপক্কতা নিরূপণ
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
ফলন, গুনমান ও সংরক্ষণকাল বিবেচনায় নিম্নলিখিত ফলসমূহ নিম্নোক্ত স্টেজে/অবস্থায় গাছ থেকে সংগ্রহ করা উত্তম বিবেচিত হয়েছে:
ঢেঁড়স: কচি, চকচকে সবুজ ও ফলের অগ্রভাগ আঙ্গুল দ্বারা সহজে ভাঙা যায় এমন অবস্থায় অর্থাৎ ফুল ফোঁটার ৫ দিন পর পর্যন্ত;
চালকুমড়া: ফুল ফোঁটার ১১-১২ দিন পর, ফলের অগ্রতল ও ফলত্বকে পাউডারী পদার্থ দেখা দেয়ার পূর্বক্ষণ পর্যন্ত;
বরবটি: ফুল ফোঁটার ১০-১২ দিন পর অর্থাৎ বীজ মধ্যম আকার ধারণ করে ফলত্বক মাঝারী মাত্রায় স্ফীত হয়ে উঠছে এমন অবস্থায়, সংগ্রহ করতে হবে ।
চালকুমড়ার বৃদ্ধি ও ফলত্বকে পাউডারী পদার্থের তৈরি না হওয়া দেখে পরিপক্কতা পরিপক্কতা নিরূপণ
ফলত্বকে বীজযুক্ত অংশের মধ্যম স্ফীতি দেখে বরবটির পরিপক্কতা নিরূপণ
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।