Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :জিরো এনার্জী কুল চেম্বারে সবজি ও ফলের স্বল্পকালীন সংরক্ষণ

বিস্তারিত বিবরণ : 
বিস্তারিত বিবরণ:
 জিরো এনার্জী কুল চেম্বার হল বাঁশ ও ছন বা খড় দ্বারা নির্মাণ করা ঘরের মধ্যে ইট, বালি ও সিমেন্ট নির্মিত দু’টি দেয়াল ঘেরা চেম্বার বিশেষ। দেয়াল দু’টির মাঝখানের ফাঁকা জায়গা বালি দ্বারা পূরণ করা হয় এবং সকাল-সন্ধ্যায় এ বালি পানি দ্বারা ভিজিয়ে দেয়া হয়।
 বাষ্পীভবনের নীতি অনুযায়ী এ চেম্বারের ভেতরে তাপমাত্রা মৌসুমভেদে ২-৩০সেলসিয়াস থেকে ১২-১৫০ সেলসিয়াস পর্যন্ত কমে যায় এবং আপেক্ষিক আর্দ্রতা ১০-১২% থেকে ২৫-৩০% পর্যন্ত বেড়ে যায় । ফলে চেম্বারের ভেতরে রাখা পচনশীল পণ্য, বেশি দিন ভাল থাকে ।
 পোস্টহারভেস্ট টেকনোলজি শাখা, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নির্মিত জিরো এনার্জী কুল চেম্বারে (ZECC) রাখা সবজি (লাল শাক, গিমাকলমী, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, শিম, ফুলকপি, বাঁধাকপি ও টমেটো) ও ফল (লিচু ও আম) পণ্যের প্রকৃতি ও মৌসুমভেদে ২-১৬ দিন পর্যন্ত বিক্রিযোগ্য রাখা গেছে ।

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পোস্টহারভেস্ট শাখা কর্তৃক নির্মিত জিরো এনার্জী কুল চেম্বার

বান্দরবান এলাকায় নির্মিত জিরো এনার্জী কুল চেম্বারে রক্ষিত সবজি

জিরো এনার্জী কুল চেম্বারের নির্মাণ ধাপ (বাম থেকে ডানে, ক্রমানুযায়ী)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back