Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :ফলত্বক কোটিংয়ের মাধ্যমে কমলার (ম্যান্ডারিন) সংরক্ষণকাল বৃদ্ধি

বিস্তারিত বিবরণ : 
বিশুদ্ধ নারকেল তেল দ্বারা ফলত্বক কোটিং করে পরিপক্ক কমলার রঙ, দৃঢতা, সতেজতা ইত্যাদি রক্ষাসহ কক্ষ তাপমাত্রায় ১৬ দিন পর্যন্ত ভাল রাখা গেছে । কোটিংকৃত কমলা রোগাক্রমণ থেকেও রক্ষা পেয়েছে ।

ফলত্বক নারকেল তেলে আবরিত কমলা (সংরক্ষণের ১৬ দিন পরের অবস্থা)


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back