Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :স্ট্রবেরীর জ্যাম প্রক্রিয়াজাতকরণ

বিস্তারিত বিবরণ : 
পাকা স্ট্রবেরী বোঁটা ছাড়িয়ে পরিস্কার পানিতে ধূয়ে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে পাল্প তৈরি করে নিতে হবে । ১ কেজি পরিমাণ পাল্পের সাথে ১ কেজি চিনি মিশিয়ে জ্বাল দিতে হবে । কিছু ঘন হয়ে এলে (টিএসএস ৫৫ ব্রিক্স) ১৮ গ্রাম পেকটিন এবং আরো ঘন হলে (টিএসএস ৫৮ ব্রিক্স) ১০ গ্রাম সাইট্রিক এসিড যোগ করে ঘন ঘন নাড়তে হবে। জ্যাম তৈরি হয়ে এলে (টিএসএস ৬৫ ব্রিক্স) সামান্য পরিমাণ পানির সাথে ১.৫ গ্রাম সোডিয়াম বেনজয়েট গুলিয়ে ভালভাবে মিশিয়ে দিতে হবে । প্রস্তুতকৃত জ্যাম জীবাণুমুক্ত বোতলে গরম অবস্থাতেই ঢালতে হবে। ঠান্ডা হয়ে আসলে উপরে মোমের প্রলেপ দিয়ে ছিপি এঁটে ৬ মাস সংরক্ষণ করা যাবে।

স্ট্রবেরির জ্যাম তৈরির ধাপসমূহ


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back