কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :পেঁপের পরিপক্বতা, সংগ্রহোত্তর শোধন ও প্যাকেজিং
বিস্তারিত বিবরণ :
দূরের ও কাছের বাজারে বিক্রির জন্য ফলত্বকে যথাক্রমে ৫-২৫% এবং ২৫-৫০% হলুদ বা লালচে রঙ দেখা গেছে এমন পেঁপে সংগ্রহ করতে হবে। দূরের বাজারের জন্য সংগৃহীত পেঁপে ২০০ পিপিএম ক্লোরিনযুক্ত গরম পানিতে (৪৫০-৫০০সে তাপমাত্রায়) শোধন করতে হবে ।
শোধনকৃত পেঁপে বাতাসে শুকানোর পর খবরের কাগজ দ্বারা মুড়িয়ে প্লাস্টিক ক্রেট বা করুগেটেড ফাইবার বোর্ড কার্টনে সাজিয়ে বাজারজাত করতে হবে । এভাবে শোধন ও প্যাকিংকৃত ফল শীতকালের স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় ৫-৬ দিন পর্যন্ত বাজারজাতকরণের উপযোগী থাকতে দেখা গেছে।
চিত্র ১ : পরিপক্ক পেঁপে
চিত্র ২: শোধনকৃত ও প্যাকিংকৃত পেঁপের বাহ্যিক অবস্থা (৬ দিন পর)
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
দূরের ও কাছের বাজারে বিক্রির জন্য ফলত্বকে যথাক্রমে ৫-২৫% এবং ২৫-৫০% হলুদ বা লালচে রঙ দেখা গেছে এমন পেঁপে সংগ্রহ করতে হবে। দূরের বাজারের জন্য সংগৃহীত পেঁপে ২০০ পিপিএম ক্লোরিনযুক্ত গরম পানিতে (৪৫০-৫০০সে তাপমাত্রায়) শোধন করতে হবে ।
শোধনকৃত পেঁপে বাতাসে শুকানোর পর খবরের কাগজ দ্বারা মুড়িয়ে প্লাস্টিক ক্রেট বা করুগেটেড ফাইবার বোর্ড কার্টনে সাজিয়ে বাজারজাত করতে হবে । এভাবে শোধন ও প্যাকিংকৃত ফল শীতকালের স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় ৫-৬ দিন পর্যন্ত বাজারজাতকরণের উপযোগী থাকতে দেখা গেছে।

চিত্র ১ : পরিপক্ক পেঁপে

চিত্র ২: শোধনকৃত ও প্যাকিংকৃত পেঁপের বাহ্যিক অবস্থা (৬ দিন পর)
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।