Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সরিষার অরোবাংকি দমনে গ্লাইফসফেট ও এ্যামোনিয়াম সালফেট এর ব্যবহার।

বিস্তারিত বিবরণ : 
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল । বর্তমানে লক্ষ ২.৩৪ হেক্টর জমিতে এর চাষ করা হয় এবং ২.০৩ লক্ষ টন তেল পাওয়া যায়। সরিষার পরজীবী উদ্ভিদের মধ্যে অরবাংকিই প্রধান । সারিষা গাছের শিকড়ের সাথে এ পরজীবী উদ্ভিদ সংযোগ স্থাপন করে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এর ফলে পরজীবী আক্রান্ত সরিষার গাছ দুর্বল হয়, বৃদ্ধি কমে যায় এবং ফলন হ্রাস পায়। এ সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে
• অরোবাংকি দমনের জন্য সরিষার জমিতে অনুমোদিত মাত্রার ২৫% বেশী ইউরিয়া এবং টিএসপি সার প্রয়োগ করতে হবে। বীজ বপনের ২৫-৩০ দিন পর ১ম বার হেক্টর প্রতি ৬০ এমএল গ্লাইফসফেট ও ১% এ্যামোনিয়াম সালফেট মাটিতে স্প্রে করতে হবে। বীজ বপনের ৫০-৫৫ দিন পর ২য় বার ১২০ এমএল গ্লাইফসফেট ও ১% এ্যামোনিয়াম সালফেট মাটিতে স্প্রে করতে হবে। উল্লেখ্য যে, স্প্রে করার সময় জমি ভেঁজা থাকতে হবে।
• বাংলাদেশে যে সমসত্ম অঞ্চলে অরোবাংকি দ্বারা সরিষার ক্ষেত্রে আক্রামত্ম হয় সে সকল অঞ্চলেই প্রয়োগ করা যাবে।
• প্রযুক্তিটি কার্যকরী ও সহজেই ব্যবহারযোগ্য এবং স্বল্প ব্যয় সম্পন্ন।
• অরোবাংকি প্রবণ এলাকায় এ প্রযুক্তি ব্যবহারে কৃষকের সরিষার ফলন ৫০% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back