Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :রোপা আউশ-রোপা আমন ধান-আলু/মিষ্টি কুমড়া রংপুর অঞ্চলের একটি লাভজনক ফসল বিন্যাস

বিস্তারিত বিবরণ : 
রংপুর অঞ্চলে আলু-বোরো-রোপা আমন ধান একটি প্রচলিত ফসল বিন্যাস। কৃষকের বোরো ধান উৎপাদনে সম্পূর্ণভাবে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীল হওয়ায় উৎপাদন খরচ দিন দিন বাড়ার ফলে কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত লাভবান হচ্ছে। বোরো ধানের জমি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে পানির স্তর নীচে নেমে যাচ্ছে। পাশাপাশি এই অঞ্চলে সবজির উন্নত জাত না থাকার কারণে কৃষক ফলনও কম পায়। প্রচলিত ফসল বিন্যাসে বোরো ধানের পরিবর্তে রোপা আউশ ধান এবং আলুর সাথে সাথী ফসল অন্তর্ভুক্ত মিষ্টি কুমড়া করা এই উন্নত সবজি ভিত্তিক চার ফসল বিন্যাস আলু/মিষ্টি কুমড়া-রোপা আউশ-রোপা আমন ধান চাষ করাতে সমতুল্য ফলন ৫১.৩৯ টন/হেক্টর/বছর পাওয়া গেছে যা প্রচলিত ফসল বিন্যাসের চেয়ে ১০৬% গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষক উন্নত জাত ব্যবহার করার ফলে এই উন্নত ফসল বিন্যাসে নীচ মুনাফা প্রায় শতকরা ৩২৮ ভাগ বৃদ্ধি পেয়েছে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back