কৃষি প্রযুক্তি ভাণ্ডার

প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :টাঙ্গাইল অঞ্চলে বাঁধাকপি-ঢেঁড়স-রোপা আমন ধান একটি লাভজনক ফসল বিন্যাস
বিস্তারিত বিবরণ :
প্রযুক্তির প্রভাব (মানব সাস্থ্য, মাটি ও পরিবেশ): এই প্রযুক্তি ব্যবহারে মানব স্বাস্থ্য, মাটি ও পরিবেশের উপর কোনরূপ বিরূপ প্রভাব নেই। প্রযুক্তির বৈশিষ্ট্য কৃষকের প্রচলিত ফসল বিন্যাস বাঁধাকপি-বেগুন-রোপা আমন ধান এ বেগুনের পরিবর্তে ঢেঁড়স অর্ন্তভুক্ত করণ এবং ফসলসমূহের উন্নত জাত যথা- বারি ঢেঁড়স-২ ও আমন ধানের জাত ‘ব্রি ধান৭২’ ব্যবহারের ফলে ধানের সমতুল্য ফলন প্রচলিত ফসল বিন্যাসের চেয়ে প্রায় ২৭% বৃদ্ধি করা সম্ভব। গবেষণালদ্ধ ফসল বিন্যাসে কৃষকের প্রচলিত ফসলবিন্যাসের তুলনায় অতিরিক্ত ১০% খরচ করে নিট মুনাফা ১৭% বৃদ্ধি পেয়েছে। এতে ফসলের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হয়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
বিস্তারিত বিবরণ :
প্রযুক্তির প্রভাব (মানব সাস্থ্য, মাটি ও পরিবেশ): এই প্রযুক্তি ব্যবহারে মানব স্বাস্থ্য, মাটি ও পরিবেশের উপর কোনরূপ বিরূপ প্রভাব নেই। প্রযুক্তির বৈশিষ্ট্য কৃষকের প্রচলিত ফসল বিন্যাস বাঁধাকপি-বেগুন-রোপা আমন ধান এ বেগুনের পরিবর্তে ঢেঁড়স অর্ন্তভুক্ত করণ এবং ফসলসমূহের উন্নত জাত যথা- বারি ঢেঁড়স-২ ও আমন ধানের জাত ‘ব্রি ধান৭২’ ব্যবহারের ফলে ধানের সমতুল্য ফলন প্রচলিত ফসল বিন্যাসের চেয়ে প্রায় ২৭% বৃদ্ধি করা সম্ভব। গবেষণালদ্ধ ফসল বিন্যাসে কৃষকের প্রচলিত ফসলবিন্যাসের তুলনায় অতিরিক্ত ১০% খরচ করে নিট মুনাফা ১৭% বৃদ্ধি পেয়েছে। এতে ফসলের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হয়।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।