Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :আলু-পানিকচু-রোপা আমন শষ্য ক্রমে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 
বিস্তারিত বিবরণ: গোবর সারের (৬ টন/হে.) সাথে অজৈব সার (আলুর জন্য N133 P10 K130 S10 কেজি/হে:, কচুর জন্য N130 P15 K120 S12 কেজি/হে: এবং ধানের জন্য N60 P9 K50 S8 কেজি/হে:) সমন্বিত ভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগ: আলুর জন্য: সব গোবর, টিএসপি, এমওপি, জিংক সালফেট এবং অর্ধেক ইউরিয়া জমি তৈরীর সময় প্রয়োগ করতে হবে। বাকী অর্ধেক ইউরিয়া ৩০ দিন পর প্রয়োগ ও মাটি উঠিয়ে দিতে হবে। পানি কচুর জন্য: সমস্ত গোবর, টিএসপি, জিপসাম, জিংক সালফেট ও অর্ধেক পটাশ প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন ছয় কিস্তিতে (৬০ দিন পর থেকে ১৫-২০ দিন অন্তর অন্তর)। বাকী পটাশ ৬০ দিন পর প্রয়োগ করতে হবে। ধানের জন্য : জমি তৈরীর সময় ফসফরাস, পটাশ, সালফার ও জিংক প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন তিন কিস্তিতে যেমন শেষ চাষ , আগাম টিলারিং স্টেজ এবং শীষ বের হওয়ার ৫-৭ দিন পূর্বে প্রয়োগ করতে হবে। বৈশিষ্ট্যসমূহ:
 উৎপাদন বৃদ্ধি পাবে (আলু, ধান ও লতির জন্য যথাক্রমে ৬০, ৫০ এবং ১৫০%)।
 রাসায়নিক সারের ব্যবহার কমবে।
 মাটির স্বাস্থ্য ভাল থাকবে।
 পরিবেশের উপর কোন বিরূপ প্রভাব নেই


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back