Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সার ব্যবস্থাপনার মাধ্যমে বারি আমড়া-১ (খাটো, বারোমাসী) এর ফলন ও গুণগতমান বৃদ্ধিকরণ

বিস্তারিত বিবরণ : 
সারের মাত্রাঃ উদ্ভাবিত প্রযুক্তি অনুযায়ী বারি আমড়া-১ এর বয়স ভিত্তিক সারের মাত্রা নিম্নরূপ- সারের নাম গাছের বয়স (বছর) ১-২ ৩-৪ ৫-৭ ৮-১০ ১০ এর ঊর্ধ্বে জৈব সার (কেজি) ১০ ১৪ ২০ ২৪ ৩০ ইউরিয়া (গ্রাম) ২২০ ৩২৫ ৪৫০ ৫৫০ ৬৬০ টিএসপি (গ্রাম) ৩০০ ৪০০ ৫০০ ৬০০ ৭০০ এমওপি (গ্রাম) ২০০ ৩০০ ৪০০ ৫০০ ৬০০ জিপসাম (গ্রাম) ১০০ ১৬০ ২২০ ২৮০ ৩৫০ বোরণ (গ্রাম) ১০ ২০ ৪০ ৬০ ৮০ প্রয়োগ পদ্ধতিঃ
• সমস্ত টিএসপি, জিপসাম এবং বোরণ সার সেপ্টেম্বর মাসে প্রয়োগ করতে হবে।
• গোবর সার দুই কিস্তিতে অর্থাৎ অর্ধেক সেপ্টেম্বর মাসে এবং বাকি অর্ধেক মার্চ-এপ্রিল মাসে প্রয়োগ করতে হবে।
• ইউরিয়া ও এমওপি সার চার কিস্তিতে অর্থাৎ এক-চতুর্থাংশ করে সেপ্টেম্বর, নভেম্বর, মার্চ-এপ্রিল এবং মে-জুন মাসে প্রয়োগ করতে হবে।
• গাছের চারিদিকে গোড়া হতে কমপক্ষে ৫০-১০০ সে. মি. বাদ দিয়ে দুপুর বেলায় যে পর্যন্ত ছায়া পড়ে সে স্থানে সার প্রয়োগ করতে হবে।
• সার প্রয়োগের পরপরই পানি সেচ দিতে হবে। অন্যান্য পরিচর্যাঃ
• গাছের গোড়া সর্বদা আগাছামুক্ত রাখতে হবে।
• প্রতিবার ফল সংগ্রহের পর গাছের শুকনো, মরা, রোগাক্রান্ত ও দুর্বল ডালপালা কেটে ফেলে কাটা অংশে বর্দোপেষ্ট (১০০ গ্রাম তুঁতে, ১০০ গ্রাম চুন ও ১ লিটার পানি) বা কপার জাতীয় ছত্রাকনাশক-এর প্রলেপ লাগাতে হবে।
• শুকনো মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্য্ন্ত দুই-সপ্তাহ অন্তর পানি সেচ দিতে হবে। প্রয়োজনে মালচিং ব্যবহার করতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back