Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সার ব্যবস্থাপনার মাধ্যমে বারি আমড়া-২ (নিয়মিত ফলদানকারী) এর ফলন ও গুণগতমান বৃদ্ধিকরণ

বিস্তারিত বিবরণ : 
সারের মাত্রাঃ উদ্ভাবিত প্রযুক্তি অনুযায়ী বারি আমড়া-২ এর বয়স ভিত্তিক গাছ প্রতি সারের মাত্রা নিম্নরূপ- সারের নাম গাছের বয়স (বছর) ১-২ ৩-৪ ৫-৭ ৮-১০ ১০ এর ঊর্ধ্বে জৈব সার (কেজি) ২০ ২৪ ৩০ ৪০ ৫০ ইউরিয়া (গ্রাম) ৩০০ ৪৫০ ৬৫০ ৮০০ ১০০০ টিএসপি (গ্রাম) ৪০০ ৬০০ ৭৫০ ৯০০ ১০০০ এমওপি (গ্রাম) ৩০০ ৪৫০ ৬০০ ৭৫০ ৯০০ জিপসাম (গ্রাম) ১৫০ ২৪০ ৩২০ ৪০০ ৫০০ বোরণ (গ্রাম) ২০ ৪০ ৮০ ১২০ ১৫০ প্রয়োগ পদ্ধতিঃ <•> সম্পূর্ণ টিএসপি, জিপসাম, বোরণ এবং গোবর সার সেপ্টেম্বর মাসে প্রয়োগ করতে হবে। <•> ইউরিয়া ও এমওপি সার তিন কিস্তিতে অর্থাৎ এক-তৃতীয়াংশ করে সেপ্টেম্বর, মার্চ এবং জুন মাসে প্রয়োগ করতে হবে। <•> গাছের চারিদিকে গোড়া হতে কমপক্ষে ১ মিটার বাদ দিয়ে দুপুর বেলায় যে পর্যন্ত ছায়া পড়ে সে স্থানে সার প্রয়োগ করতে হবে। <•> সার প্রয়োগের পরপরই পানি সেচ দিতে হবে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back