Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :অ্যাভোকেডোর অঙ্গজ বংশবিসত্মার কৌশল

বিস্তারিত বিবরণ : 
গ্রাফটিং এর উপযুক্ত সময় ও পদ্ধতিঃ <•> জুন-আগস্ট মাসে এক বছর বয়সী অ্যাভোকেডো রুটস্টকের উপর ছয় মাস বয়সী উপযুক্ত সায়ন ক্লেফট/ফাটল গ্রাফটিং এর মাধ্যমে জোড়া লাগাতে হবে। <•> জোড়া লাগানো স্থানসহ সম্পূর্ণ সায়নটি পলিথিন ক্যাপ দ্বারা ঢেকে বেধে দিতে হবে যাতে এটি শুকিয়ে না যায়। <•> অতঃপর কলমগুলো ৭ দিন অন্ধকার পরিবেশে রেখে দিতে হবে। <•> অন্ধকার পরিবেশ থেকে বের করে ছায়াযুক্ত স্থানে রাখলে ৩০ দিনের মধ্যে কলমগুলো সফলভাবে জোড়া লেগে যায়। <•> এভাবে তৈরীকৃত ৮০ শতাংশ অ্যাভোকেডো কলম সফল হয় এবং পরবর্তী এক বছরে মাঠে রোপণের উপযুক্ত হয়। অ্যাভোকেডো একটি পুষ্টিগুণ সম্পন্ন ফল। ইহাতে অসম্পৃক্ত ফ্যাটি এসিড (ওমেগা-৬) এর পরিমাণ ২০-২১% এবং বিটা ক্যারোটিন রয়েছে ৫৪.৩০ মি. গ্রা./১০০ গ্রাম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বারি অ্যাভোকেডো-১ নামে অ্যাভোকেডোর একটি জাত উদ্ভাবন করেছে। এর চাষাবাদ বৃদ্ধি করা প্রয়োজন। বীজ থেকে উৎপাদিত গাছে মাতৃগাছের গুণাগুণ বজায় থাকেনা। এজন্য অংগজ উপায়ে এর বংশ বৃদ্ধি করা প্রয়োজন। সাধারনত জুন-জুলাই মাসে ফাটল গ্রাফটিং পদ্ধতিতে মাতৃগাছের গুণাগুণ সম্পন্ন চারা গাছ উৎপাদন করা যায়।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back