Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :তরমুজের ফিউজোরিয়াম জনিত ঢলে পড়া রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• যে জমিতে তরমুজ চাষ করা হয়নি এমন জমি নির্বাচন করতে হবে।
• বায়ো-ফিউমিগেশন পদ্ধতিতে মাটি শোধনের জন্য বারি সরিষা -১১ অথবা বারি সরিষা-১৬ এর ২০-২১ দিনের চারা চাষের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
• জমিতে পানি নিষ্কাশনের জন্য ৭৫ - ১০০ সেঃ মিঃ নালা রাখতে হবে।
• জমিতে উঁচু বেড তৈরি করে মালচিং স্টি দিয়ে ঢেকে দিতে হবে।
• বীজ সরাসরি মাঠে অথবা পলিব্যাগে রোপনের পূর্বে প্রভেক্স ২০০ ডাব্লিউপি দ্বারা বীজ শোধন করে নিতে হবে।
• বীজ রোপন বা চারা বপনের ৩-৭ দিন পূর্বে এবং ১৫-২০ দিন পর ডেকোপ্রাইমা (১০০ গ্রাম/৩৩ শতাংশে) অথবা ট্রাইকো-জৈব সার মাদার মাটিতে প্রয়োগ করতে হবে।
• চারা রোপনের ২-৩ দিন পর থেকে ৭ দিন অন্তর এমিস্টার টপ ৩২৫ এসসি প্রয়োগ করা গাছের গোড়াসহ মাটি ভিজিয়ে দিতে হবে। বৈশিষ্ট্যসমূহ :
• এই সমন্বিত প্রযুক্তি ব্যবহার করে তরমুজের ঢলে পড়া রোগ ৮০% এর বেশী দমন করা সম্ভব।
• উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের ফলে রোগ দমনের পাশাপাশি তরমুজের উৎপাদন ২৫-৩০% পর্যন্ত বৃদ্ধি পায়।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back