Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :পানের পাতার দাগ রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 

• ছায়াচ্ছন্ন পরিবেশে প্রয়োজনীয় আলো বাতাস সম্পন্ন জমিতে পান চাষ করতে হবে।
• জৈব সার সমৃদ্ধ ও পানি নিস্কাশনের সুব্যবস্থা সম্পন্ন জমিতে পানের চাষ করতে হবে।
• কম পক্ষে দুই বছর বয়সের পুরাতন এবং সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে চারা তৈরী করতে হবে।
• পানের চারা একটু বড় হলেই তাকে অবলম্বনের জন্য পাট কাঠি বা বাঁশের কঞ্চি পুতে তার সাথে পান গাছ বেধেঁ দিতে হবে।
• আক্রান্ত লতা ও পাতা পুড়িয়ে ফেলতে হবে।
• রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ (দুই) গ্রাম ইন্ডোফিল এবং ২ (দুই) গ্রাম সিকিউর মিশিয়ে ৭ দিন পর পর ৩-৪ বার স্প্রে করতে হবে। বৈশিষ্ট্যসমূহ :
• এই প্রযুক্তি ব্যবহারের ফলে পানের বাজার মূল্য বৃদ্ধি পায় এবং কৃষক অর্থনৈতিক ভাবে লাভবান হয়।
• এই প্রযুক্তিটি সহজে ব্যবহার যোগ্য।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back