Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :মসুরের ফলন বৃদ্ধিতে অনুজীব সার (Easy Rhiz for lentil) ব্যবহার

বিস্তারিত বিবরণ : 
জমিতে মসুরের বীজ বপন করার সময় অনুজীবসার প্রতি কেজি বীজের সাথে ১০-১৫ মিলিলিটার হারে ভালভাবে মিশিয়ে জমিতে পর্যাপ্ত ‘জো’ থাকা অবস্থায় বপন করতে হবে। জমিতে পর্যাপ্ত ‘জো’ না থাকলে বীজ বপনের পর জমিতে সেচ দিতে হবে। এই জীবাণু সারটি রোদ ও তাপমাত্রা সংবেদনশীল বিধায় এর প্রয়োগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশের মসুর ডাল উৎপাদনকারী সকল এলাকাসমূহে ব্যবহার করা যাবে।
বৈশিষ্ট্য সমূহ:
১। তরল জাতীয় বিধায় নির্দিষ্ট পরিমাণ বীজের সাথে মিশিয়ে প্রয়োগ করা যায়।
২। মাটিতে ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস করে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
৩। প্রয়োগ করা সহজ বিধায় সময় ও অর্থ উভয় সাশ্রয় হয়।
৪। অনুজীবসার ব্যবহারে অধিক ফলন পাওয়া যায়। রাইজোবিয়াম ইনোকুলেন্ট ব্যবহারে মসুরের ২৫% পযর্ন্ত ফলন বৃদ্ধি পায় (Bhuiyan et al., 2016)।
৫। মাটির স্বাস্থ্য ও সুরক্ষিত হয়।

অনুজীব সার অব্যবহিত প্লট

অনুজীব সার ব্যবহিত প্লট


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back