Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি সোলার টানেল ড্রায়ার

বিস্তারিত বিবরণ : 
সূর্যের তাপে বা রোদে শস্য শুকানোর গতি অনেক কম এবং শস্য শুকাতে অনেক জায়গার প্রয়োজন হয়। সূর্যের আলো কখনও কম থাকে আবার কখনও বেশি হয়, ফলে সুষমভাবে শুকনো হয় না। শস্য শুকানোর সময় ধূলিকণা, পোকা-মাকড়, পশু-পাখি ও অণুজীবের দ্বারা শস্য আক্রান্ত হয়। শস্য সংগ্রহকালীন সময়ে অনবরত কয়েক দিন বৃষ্টিপাত হলে শস্যের বিরাট অংশ নষ্ট হয়ে যায়। অন্যদিকে সোলার টানেল ড্রায়ার সাধারণ তাপমাত্রার চেয়ে ১০-১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ উৎপাদন করতে পারে, বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ও স্বাস্থ্যসম্মত শস্য শুকানো নিশ্চিত করতে পারে। এ সকল দিক বিবেচনা করে বারি সোলার টানেল ড্রায়ার উদ্ভাবন করা হয়েছে।
আকার : লম্বা: ৩২০০ মিমি; চওড়া: ১২০০মিমি; উচ্চতা: ৭২০ মিমি
কার্যকরী অংশ : ট্রে, হিট কালেক্টর, সোলার প্যানেল, বৈদ্যুতিক হিটার,ফ্যান ইত্যাদি
কার্যক্ষমতা : ১০ কেজি সবজি, ১০-১৫কেজি ফল, ও ১৫-২০ কেজি বীজ প্রতি ব্যাচে শুকানো যায়
শুকানোর সময় : ৬.৫ ঘন্টা
বৈশিষ্ট্যসমূহ :
• এটি একটি সৌরশক্তি চালিত ড্রায়ার
• ইহা ফল, সবজি ও বীজ শুকানোর কাজে ব্যবহার করা যায়
• ড্রায়িং চেম্বারে রৌদ্রজ্জ্বল দিনে স্বাভাবিক বায়ুর তাপমাত্রার চেয়ে ১০-১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা উৎপন্ন হয়
• এটি স্থানীয় কারখানায় সহজপ্রাপ্য মালামাল দ্বারা তৈরি করা সম্ভব
• মেঘলা আকাশ বা অন্ধকারাচ্ছন্ন দিনে বৈদ্যুতিক হিটারের (২ কিলোওয়াট) সাহায্যে শুকানোর কাজ চালিয়ে নেয়া যায়
• মূল্য : ২০,০০০.০০ টাকা (এমএস), ৩৫,০০০.০০ টাকা (এসএস)

বারি সোলার টানেল ড্রায়ার


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back