Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি পাটের আঁশ ছাড়ানো যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল যা সোনালী আঁশ নামে পরিচিত। প্রচলিত পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর জন্য দরকার শ্রমিক ও উন্মুক্ত জলাশয়ের যা সময় সাপেক্ষ ও পরিবেশের জন্য ক্ষতিকর । তাই বর্তমানে পাট কর্তনের পর পরই মেশিনের সাহায্যে সবুজ আঁশ ছাড়িয়ে জাগ দেয়া হয়। কিন্তু বাজারের প্রচলিত মেশিন দিয়ে পাটের আঁশ ছাড়াতে গেলে পাটকাঠি ভেঙে যায়। কিন্তু কৃষকরা তাদের নানাবিধ প্রয়োজনে আস্ত পাটকাঠির প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিকল্প যন্ত্রের চাহিদা দিচ্ছে। এইসব সমস্যা সমাধানের জন্য বিএআরআই এর এফএমপিই বিভাগ পাটকাঠি আস্ত রেখে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র আবিষ্কার করে। এ যন্ত্র দিয়ে পাটের আঁশ ছাড়ালে প্রায় ৭০ শতাংশ পর্যন্ত পাটকাঠি আস্ত থাকে।
আকার : লম্বা: ১৩১ মিমি; চওড়া: ১৩৫ মিমি; উচ্চতা: ১১৬ মিমি
তৈরির উপাদান : এমএস এ্যাংগেবার, পাইপ, শ্যাফট, বিয়ারিং ইত্যাদি
কার্যকরী অংশ : ফিডিং ট্রে, স্লাইডিং রোলার, গ্রাবিং রোলার, প্রাইমারি নিষ্কাশন রোলার, সেকেন্ডারি নিষ্কাশন রোলার ইত্যাদি
ইঞ্জিনের ক্ষমতা : ৮ অশ্বশক্তি ডিজেল ইঞ্জিন
কার্যক্ষমতা : ৮-১০ শতাংশ/ঘন্টা
ফিডিং রেট : ৪-৬ কাঠি/ফিডিং
বৈশিষ্ট্যসমূহ :
• এই যন্ত্রটি দিয়ে যান্ত্রিক উপায়ে পাটের গাছ থেকে কাঁচা আঁশ এবং পাটকাঠি আলাদা করতে সক্ষম
• এই যন্ত্রটি সেমি অটোমেটিক মেশিন
• যন্ত্রটি পরিবেশ বান্ধব এবং গুণগত মানসম্পন্ন আঁশ উৎপাদন করতে সক্ষম।
• যন্ত্রটি দিয়ে পাটকাঠি আস্ত রেখে আঁশ আলাদা করা যায় এবং পাটকাঠি ভেঙ্গেও আঁশ ছাড়ানো যায়।
• মূল্য: ৯০,০০০ টাকা

বারি পাটের আঁশ ছাড়ানো যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back