Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :পেঁয়াজের কন্দ উৎপাদনে সঠিক রোপন সময় নির্ধারণ

বিস্তারিত বিবরণ : 

উপযোগী অঞ্চল : ফরিদপুর ও কৃষি পরিবেশ অঞ্চল ১২ এর অনুরুপ অঞ্চল
বিষয় : একক ফসলের বিবরণ
ফসল : পেঁয়াজ
জাত : বারি পেঁয়াজ-৪
বপন/রোপনরে দুরুত্ব (সেমি:) : সারি থেকে সারি ১৫ সেমি: এবং গাছ থেকে গাছ ১০ সেমি: পরপর রোপণ করতে হবে
বপন সময় : -------
রোপন সময় : ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর (৫-১৫ পৌষ)
সারের মাত্রা (কেজি/হেক্টর) :
ইউরিয়া : ৩০৪
টিএসপি : ৩০০
এমওপি : ১২০
জিপসাম : ৮৪
জিংক সালফেট : ১৭
বরিক এসিড : ৯
সার প্রয়োগ পদ্ধতি : সকল টিএসপি, জিপসাম, জিংক, বোরণ এবং অর্ধেক ইউরয়িা ও এমওপি সার চুড়ান্ত জমি তৈরীর সময় প্রয়োগ করতে হব। বাকী অর্ধেক ইউরয়িা ও এমওপি সার রোপণরে ২৫-৩০ ও ৪০-৪৫ দিন পর উপযুক্ত আর্দ্র মাটিতে সমান দুই ভাগে প্রয়োগ করতে হব।

ফসলের আন্ত: পরিচর্যা : গাছের বৃদ্ধি ও অধিক ফলন পাওযার জন্য সময়মত আগাছা নিড়িয়ে দিতে হবে। সেচ ও সার উপরি প্রয়োগের পর মাটি ঝুরঝুরা করে দিতে হবে।
সেচ প্রয়োগ : চারা রোপনের ২১-২৫ এবং ৪৫-৫০ দিন পর সেচ দিতে হবে ।
রোগ-বালাই দমন : রোগ বালাই দমনরে জন্য প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে।
ফলন (টন/হেক্টর) : ২৮
লাভ ক্ষতির বিবরণ (হেক্টর প্রতি) :
মোট আয় : ৫৮৬৯৮৮ টাকা
উৎপাদন ব্যয় : ২০৬৮৫৩ টাকা
মোট মুনাফা : ৩৮০১৩৫ টাকা
বৈশিষ্ট্য সমূহ :
• বারি পিঁয়াজ-৪ সঠিক সময়ে বোপণ করলে তুলনামূলক বেশী ফলন পাওয়া যায়।
• ২০-৩০ ডিসেম্বর রোপণ করলে উচ্চফলন (২৬-২৮ টন/হেক্টর) এবং আর্থিকভাবে লাভজনক হয়।
• ২০-৩০ ডিসেম্বরের পরে চারা রোপণ করলে ফলন ৭-৯২% ch©šÍ কমতে পারে।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back